ইয়াংগনে তুষার মেলা

সারা বছর অস্বস্তিকর গরম। আর আর্দ্রতা বেশি থাকায় মায়ানমারের পিছু ছাড়ে না ঘামও। কিন্তু, রেঙ্গুনবাসী আপাতত স্বস্তিতে। গরম বেশি লাগলেই ভিড় জমাচ্ছেন বরফের রাজত্বে। চিনের শিল্পীদের ছোঁয়ায় রেঙ্গুনে গড়ে তোলা উঠেছে তুষারের ছোট ছেট প্রাসাদ।

Updated By: Feb 25, 2012, 08:54 PM IST

সারা বছর অস্বস্তিকর গরম। আর আর্দ্রতা বেশি থাকায় মায়ানমারের পিছু ছাড়ে না ঘামও। কিন্তু, রেঙ্গুনবাসী আপাতত স্বস্তিতে। গরম বেশি লাগলেই ভিড় জমাচ্ছেন বরফের রাজত্বে। চিনের শিল্পীদের ছোঁয়ায় রেঙ্গুনে গড়ে তোলা উঠেছে তুষারের ছোট ছেট প্রাসাদ।
বাইরের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু, এই রঙিন প্রাসাদ নগরীতে পা রাখলেই ঘিরে ধরবে কনকনে ঠাণ্ডা। কারণ, এখানে যে প্রতিটি প্রাসাদই গড়ে উঠেছে বরফ দিয়ে।আর এই গরমে তুষারের ছোঁয়াটুকু পেতে তাই বরফ নগরেই ভিড় জমাচ্ছেন রেঙ্গুনবাসী। উত্তর-পূর্ব চিন থেকে বিশেষ শিল্পীর দল এসে গড়েছেন এইসব বরফের প্রাসাদ। তাঁদের নিপুণ হাতেই রঙিন আলোর মালা পড়েছে প্রতিটি সৌধ।
 
কিন্তু, এই শীতবাসরের সুখানুভুতি কতদিনের? রেঙ্গুনবাসীকে স্বস্তি দিয়ে আয়োজকরা জানিয়েছেন আপাতত দুমাস গলতে দেওয়া হবে না এই বরফ নগরীকে।
 

.