আরাশোলার ডিশে জ্যান্ত সাপ

চিনের বেজিংয়ের এক রেস্তোরাঁ। আরাশোলার নানা রকম পদের জন্য বেশ সুনাম রয়েছে এই রেস্তোরাঁর। আরশোলার পদের আকর্ষণে দেশী-বিদেশী পর্যটকরা ভিড় জমান এখানে। আর পাঁচটা দিনের মত বেশ ভিড় হয়েছিল সেই রেস্তোরাঁয়। হঠাত্‍ই চিত্‍কার উঠে আসে এক টেবিল থেকে। সিঙ্গাপুরের এক পর্যটক চেঁচিয়ে রেস্তোরাঁর কর্মীদের ডাকেন।

Updated By: Jun 17, 2015, 03:41 PM IST
আরাশোলার ডিশে জ্যান্ত সাপ

ওয়েব ডেস্ক: চিনের বেজিংয়ের এক রেস্তোরাঁ। আরাশোলার নানা রকম পদের জন্য বেশ সুনাম রয়েছে এই রেস্তোরাঁর। আরশোলার পদের আকর্ষণে দেশী-বিদেশী পর্যটকরা ভিড় জমান এখানে। আর পাঁচটা দিনের মত বেশ ভিড় হয়েছিল সেই রেস্তোরাঁয়। হঠাত্‍ই চিত্‍কার উঠে আসে এক টেবিল থেকে। সিঙ্গাপুরের এক পর্যটক চেঁচিয়ে রেস্তোরাঁর কর্মীদের ডাকেন।

দেখা যায় সেই পর্যটকের খাবারের প্লেটে একটা আস্ত ছোট জ্যান্ত সাপ। পর্যটকের প্লেটে আসলে ছিল আরশোলার বিশেষ পদ। আরশোলার প্লেটের ভিতর থেকে বেরিয়ে আসা সাপের ঘটনায় লজ্জায় পড়ে যান রেস্তোরাঁ কর্তৃপক্ষ। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন তাঁরা। কী করে এত বড় ভুল হল তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। সিঙ্গাপুরের সেই পর্যটককে ক্ষতিপূরণ হিসাবে ডলারও দেওয়া হয়েছে।

.