আর্থিক মন্দার জেরে বিশ্বজুড়ে ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে সিমেন্স

বিশ্বজুড়ে আর্থিক মন্দার কারণে এ বার কর্মী ছাঁটাইয়ের পথে জার্মান সংস্থা সিমেন্স। ব্যয় সংকোচের জন্য ২০১৪ প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সিমেন্স। তার মধ্যে জার্মানির কর্মী সংখ্যাই প্রায় ৫ হাজার।

Updated By: Oct 1, 2013, 09:32 AM IST

বিশ্বজুড়ে আর্থিক মন্দার কারণে এ বার কর্মী ছাঁটাইয়ের পথে জার্মান সংস্থা সিমেন্স। ব্যয় সংকোচের জন্য ২০১৪ প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সিমেন্স। তার মধ্যে জার্মানির কর্মী সংখ্যাই প্রায় ৫ হাজার।
অভ্যন্তরীণ ব্যয় কমাতে পনেরো হাজার কর্মী ছাঁটাইয়ের পথে জার্মানির সিমেন্স। ইতিমধ্যেই সিমেন্স নিজের ৩ লক্ষ ৭০ হাজার কর্মীর চার শতাংশ কর্মী ছাঁটাই করেছে। এ বার ২০১৪ সালের মধ্যে প্রায় পনেরো হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সিমেন্স। তাঁদের মধ্যে জার্মানি থেকে ৫ হাজার এবং দেশের বাইরে থেকে দশ হাজার কর্মী ছাঁটাই হবে। এই ছাঁটাইয়ের সিদ্ধান্তে সিমেন্সের খরচ কমবে প্রায় ৬০০ কোটি ইউরো।
মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক এবং সুইজারল্যাণ্ডের এবিবি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই সিমেন্সের এই সিদ্ধান্ত। মুনাফা কম হওয়ায় চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট পিটার লোয়েস্টারকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অস্ট্রেলিয়ার নাগরিক লোয়েস্টার প্রথম জার্মানির বাইরের নাগরিক হিসেবে ২০০৭ সালে সিমেন্সের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

.