বিতর্কের মাঝেই শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শপথ নিলেন বাংলাদেশের নবনির্বাচিত সাংসদরা। আজ সকালে ঢাকার সংসদ ভবনে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামি লিগ সহ নির্বাচনে জয়ী অন্যান্য দলের সাংসদরাও শপথ নেন। পাঁচই জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। ভোট বয়কট করে বিরোধী বিএনপি ও তাদের সহযোগী দলগুলি।

Updated By: Jan 9, 2014, 02:25 PM IST

শপথ নিলেন বাংলাদেশের নবনির্বাচিত সাংসদরা। আজ সকালে ঢাকার সংসদ ভবনে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামি লিগ সহ নির্বাচনে জয়ী অন্যান্য দলের সাংসদরাও শপথ নেন। পাঁচই জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। ভোট বয়কট করে বিরোধী বিএনপি ও তাদের সহযোগী দলগুলি।

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা দ্বিতীয়বার সরকার গঠন করতে চলেছেন আওয়ামি লিগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানের পর আজ দলের নবনির্বাচিত সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

প্রধান বিরোধী দল অংশ না নেওয়ায় বাংলাদেশের নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহলের একাংশ। তা ছাড়া, গত কয়েকমাস ধরে চলতে থাকা দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি তো রয়েছেই। সবমিলিয়ে, দ্বিতীয়বার সরকার গঠনের আগে চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা।

.