যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে শাহবাগ মোড়ে মহাসমাবেশ

একাত্তরের যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে আজ ঢাকার শাহবাগ মোড়ে মহাসমাবেশের ডাক দেন আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সমাবেশে অংশ নেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির আদেশ না আসা পর্যন্ত শাহবাগ মোড়ে গণ-অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

Updated By: Feb 8, 2013, 09:30 PM IST

একাত্তরের যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে আজ ঢাকার শাহবাগ মোড়ে মহাসমাবেশের ডাক দেন আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সমাবেশে অংশ নেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির আদেশ না আসা পর্যন্ত শাহবাগ মোড়ে গণ-অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।   
জামাত-এ-ইসলামি নেতা, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে মঙ্গলবার থেকে ঢাকার শাহবাগ মোড়ে যে গণ-অবস্থান চলছে, শুক্রবার তা চূড়ান্ত বিক্ষোভের রূপ নিল। ছোট ট্রাকের ওপর তৈরি মঞ্চ থেকে মুক্তিযুদ্ধের বিশ্বাসঘাতকদের মৃত্যুদণ্ডের দাবিতে চরমপত্র পাঠ করেন আন্দোলনকারীরা। সাধারণ মানুষের সঙ্গেই মহাসমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের লোকেরা। নাট্যকার নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু সহ বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা সমাবেশে বক্তব্য রাখেন। দাবি ওঠে জামাতকে নিষিদ্ধ করার।
শাহবাগ মোড়ে জামাত বিরোধী বিক্ষোভের রাশ এখন মূলত বাংলাদেশের বাম মনোভাবাপন্ন বুদ্ধিজীবীদের হাতে। মহাসমাবেশকে অরাজনৈতিক চেহারা দিতে শুক্রবার উদ্যোক্তারা কোনও রাজনৈতিক নেতাকেই মঞ্চে উঠতে দেননি। মহাসমাবেশ থেকে এ দিন জামাত ঘনিষ্ঠ সমস্ত প্রতিষ্ঠান, সংগঠনগুলিকে বয়কটের ডাক দেওয়া হয়।
শুক্রবার সকাল থেকেই মিছিলে মিছিলে শাহবাগ মোড়ের সমাবেশ স্থল জন-অরণ্যের চেহারা নেয়। সমাবেশ স্থল থেকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে ভিড়। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আয়োজিত অবস্থানে শুক্রবার চট্টগ্রামে বিক্ষোভের মুখে পড়েন আওয়ামি লিগ নেতারাও।

.