Sri Lanka: নিরাপত্তা বাহিনীর হাতে আক্রান্ত বিক্ষোভকারীরা, কঠোর পদক্ষেপের ঘোষণা বিক্রমসিংহের

রাজাপক্ষে পদত্যাগ করার পরে, বুধবার ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন বিক্রমসিংহে। বিক্রমসিংহে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার কথা জানিয়েছিলেন। তিনি সতর্ক করেন যে রাষ্ট্রীয় ভবনগুলি দখল করা বেআইনি এবং তারা সেগুলি খালি না করলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে।

Updated By: Jul 22, 2022, 04:01 PM IST
Sri Lanka: নিরাপত্তা বাহিনীর হাতে আক্রান্ত বিক্ষোভকারীরা, কঠোর পদক্ষেপের ঘোষণা বিক্রমসিংহের
ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জানা যাচ্ছে শুক্রবার ভোরে শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোর প্রধান সরকার বিরোধী বিক্ষোভ শিবিরে অভিযান চালিয়েছে দেশের নিরাপত্তা বাহিনী। শ্রীলঙ্কার শত শত সৈন্য এবং পুলিস অভিযান চালিয়ে নিরস্ত্র বিক্ষভকারীদের তাঁবু ভেঙে ফেলে বলে জানানো হয়েছে।

 এই মাসের শুরুতে রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান ফটকে ব্যারিকেড তৈরি করে বিক্ষোভকারীরা। সেই ব্যারিকেড বৃহস্পতিবার খালি করে দেওয়ার কথা ছিল বিক্ষোভকারীদের। এলাকা খালি করার কয়েক ঘন্টা আগেই বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে নিরাপত্তাবাহিনী। লাঠিসোঁটা নিয়ে নিরাপত্তা কর্মীরা ব্যারিকেডগুলি সরানো শুরু করে।

রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পরেই বিক্ষোভকারীরা ঘোষণা করে যে তারা শুক্রবার বিকেলের মধ্যে এলাকা খালি করার পরিকল্পনা করেছে। প্রত্যক্ষদর্শীরা দেখেছেন সৈন্যরা সী-ফ্রন্ট অফিস ঘেরাও করে এবং এপ্রিল থেকে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারীদের রসদ সরবরাহের জন্য তৈরি অস্থায়ী কাঠামো ভেঙে দেয়।

আরও পড়ুন: Jo Biden: ফের করোনা আক্রান্ত জো বাইডেন, তবে সংক্রমণ মৃদু

নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদেরকে পিছিয়ে যেতে এবং সচিবালয়ের কাছে একটি নির্দিষ্ট এলাকায় নিজেদের যাওয়ার জন্য অনুরোধ করে। রাষ্ট্রপতির কার্যালয়ের দিকে যাওয়ার প্রধান সড়কের পাশে থাকা তাঁবু ভেঙে ফেলার সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে সৈন্যরা আটক করে।

রাজাপক্ষে পদত্যাগ করার পরে, বুধবার ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন বিক্রমসিংহে। বিক্রমসিংহে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার কথা জানিয়েছিলেন। তিনি সতর্ক করেন যে রাষ্ট্রীয় ভবনগুলি দখল করা বেআইনি এবং তারা সেগুলি খালি না করলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.