বিশ্বাস করেননি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কথা, তাই ২৯ বছর জঙ্গলেই কাটিয়েছিলেন জাপানি সৈনিক

কবে শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ? জানতেন না সেই যুদ্ধেরই এক সেনা অফিসার। আশ্রয় নিয়েছিলেন ফিলিপিন্সের এক জঙ্গলে। সেখানেই কেটে যায় ২৯ বছর। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে জাপানের সেই সেনা অফিসারকে জঙ্গল থেকে বের করে আনা হয়। সময়ের হাত ধরে নিজেকে গুছিয়েও নেন তিনি। গত বৃহস্পতিবার জাপানে মারা গিয়েছেন ওই সেনা অফিসার।

Updated By: Jan 18, 2014, 09:18 PM IST

কবে শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ? জানতেন না সেই যুদ্ধেরই এক সেনা অফিসার। আশ্রয় নিয়েছিলেন ফিলিপিন্সের এক জঙ্গলে। সেখানেই কেটে যায় ২৯ বছর। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে জাপানের সেই সেনা অফিসারকে জঙ্গল থেকে বের করে আনা হয়। সময়ের হাত ধরে নিজেকে গুছিয়েও নেন তিনি। গত বৃহস্পতিবার জাপানে মারা গিয়েছেন ওই সেনা অফিসার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ আজ অতীত। তার ঠাঁই এখন ইতিহাসের পাতায়। কিন্তু, ১৯৭৪ পর্যন্ত তা মানতেই রাজি ছিলেন না হিরু ওনোডা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া এক জাপানি সেনা অফিসার। যুদ্ধের সময় আশ্রয় নিয়েছিলেন ফিলিপিন্সের এক জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। আর তখন থেকেই তিনি অরণ্যবাসী। বহু চেষ্টা হয়েছে। তিনি বেরোননি জঙ্গল থেকে। শেষপর্যন্ত তাঁর সমসাময়িক এক সেনা অফিসার অনেক বুঝিয়ে সুঝিয়ে ওনোডোকে বের করে আনেন জঙ্গল থেকে।

সালটা ১৯৭৪। তারপর ক্রমশ নিজেকে গুছিয়ে নিয়েছেন জাপানের এই সেনা অফিসার। সোজা চলে যান ব্রাজিলে। সেখানে খামারবাড়ি করেন। তারপর অবশ্য শিকড়ের টানে ফিরে যান জাপানে। ছোট ছোট ছেলেমেয়েদের নিয়েই কাটিয়ে দেন সময়। ১৯৯৬ সালে আবারও ফিরে গিয়েছিলেন ফিলিপিন্সের সেই জঙ্গলে। ২৯ বছর অরণ্যবাসের পর ফের সভ্যতার আলোয়। কেমন লেগেছিল সেই দিনটা? সেটা আর জানার কোনও উপায় নেই। কারণ, গত বৃহস্পতিবারই মারা গিয়েছেন হিরু ওনোডো।

.