সৌদিতে খোলা হওয়া! পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই বিদেশযাত্রার সুযোগ পেলেন মহিলারা

সরকার ঘোষণা অনুযায়ী এবার শিশুর জন্ম, বিয়ে ও ডিভোর্স নথিভূক্ত করতে পারবেন মহিলারা

Updated By: Aug 2, 2019, 04:59 PM IST
সৌদিতে খোলা হওয়া! পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই বিদেশযাত্রার সুযোগ পেলেন মহিলারা

নিজস্ব প্রতিবেদন: খোলা হাওয়ার বাঁচার সুযোগ পেলেন সৌদি মহিলারা। এখন থেকে কোনও পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই বিদেশ সফর করতে পারবেন তাঁরা। এর ফলে কোনও পুরুষ আত্মীয়ের অনুমতি ছাড়াই বিদেশযাত্রা ও পাসপোর্টের আবেদন করতে পারবেন ২১ বছরের বেশি বয়সের মহিলারা। জানিয়েছে দৈনিক ওকাজ।

আরও পড়ুন-খিদিরপুরে একই বাড়িতে তিন ভাই-বোনের রহস্যমৃত্যু, উদ্ধার পচাগলা দেহ

সৌদি মহিলাদের ওই খোলা হাওয়ার স্বাদ দিলেন ক্রাউন প্রিন্স সলমান। সৌদি আরবের অফিসিয়াল গেজেটে টুইট করে দেশের ভ্রমণ ও শ্রম আইন সংশোধনীর কথা জানানো হয়েছে। সরকার ঘোষণা অনুযায়ী এবার শিশুর জন্ম, বিয়ে ও ডিভোর্স নথিভূক্ত করতে পারবেন মহিলারা।

সৌদি আরবে আর্থিক সংস্কার করার পাশাপাশি দেশের মহিলাদের ওপরে বলবত একাধিক নিষধাজ্ঞা সরিয়ে নিয়েছেন ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন। ইতিমধ্যেই মহিলাদের গাড়ি চালানোর ও স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দিয়েছেন তিনি।

আরও পড়ুন-সন্ত্রাসে জড়িত থাকলে মিলবে জঙ্গি তকমা, রাজ্যসভায় পাস হল সন্ত্রাস বিরোধী কড়া বিল

উল্লেখ্য, বহুদিন ধরেই পুরুষ অভিভাবকের অনুমতি নেওয়ার বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিল বহু মানবাধিকার কর্মী। তাদের অনেককের বিদেশযাত্রার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অথবা জেলে পোরা হয়েছে।

.