ইরানের সঙ্গে বিমান যোগাযোগ, কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব
রবিবার দূতাবাসে হামলার ঘটনার জেরে ইরানের সঙ্গে সবরকম কূটনীতিক সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব। আটচল্লিশ ঘণ্টার মধ্যে ইরানের কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সৌদি প্রশাসন। ইরানে কর্মরত সৌদি কূটনীতিকদেরও দেশে ফিরতে বলা হয়েছে।
ওয়েব ডেস্ক: শিয়া ধর্মগুরুকে মৃত্যুদণ্ডের রেশ। ইরানের সঙ্গে সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব। দুদিনের মধ্যে ইরানের কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দিল সৌদি প্রশাসন। ইরানে কর্মরত সৌদি কূটনীতিকদেরও দেশে ফিরতে বলা হয়েছে। একইসঙ্গে ইরানের সঙ্গে বিমান যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
আরব দুনিয়ায় সংঘাত
২০১১ আরব বসন্তে সরকার বিরোধী বিদ্রোহে বড় ভূমিকা ছিল শিয়া ধর্মগুরু শেখ নিমর-আল-নিমরের। দেশদ্রোহিতার জন্য অক্টোবরে নিমরকে মৃত্যুদণ্ড দেয় সৌদি সরকার। শনিবার শিয়া ধর্মগুরু সহ ৪৭জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি সরকার। শনিবার তেহরানে সৌদি দূতাবাসে আগুন লাগিয়ে দেয় ইরানি বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় দূতাবাস।
সৌদি VS ইরান
প্রতিবাদে ইরানের সঙ্গে সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। ইরানের কূটনীতিকদের দেশছাড়ার নির্দেশ দিয়েছে রিয়াধ। সৌদি কূটনীতিকদেরও তেহরান ছেড়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও, সৌদি সরকারের পদক্ষেপকে বিশেষ পাত্তা দিতে রাজি নয় তেহরান। তাদের কড়া প্রতিক্রিয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্নকরে নিমরকে মৃত্যুদণ্ড দিয়ে ভুল ধামা চাপা দেওয়া যাবে না। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্রের মন্তব্য, নিজেদের অস্তিত্ব টিঁকিয়ে রাখতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা জিইয়ে রাখতে চায় সৌদি সরকার। অন্যদিকে, উদ্ভুত পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। সেদেশে কর্মরত ইরানি কূটনীতিকদের সংখ্যা কমাতে নির্দেশ দেওয়া হয়েছে।