Chennai: সরকারি ডাক্তারকে ৭ বার ছুরির কোপ! চেন্নাইয়ে ভয়ংকর কাণ্ড...

Chennai: পুলিস সূত্রে জানা যায়, ক্যানসার আক্রান্ত মাকে ভুল ওষুধ দিয়েছেন চিকিৎসক! সেই অভিযোগ ঘিরেই চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন ওই রোগিণীর পুত্র। তাঁর কপালে ও কানেও ছুরি চলে।

Updated By: Nov 13, 2024, 05:10 PM IST
Chennai: সরকারি ডাক্তারকে ৭ বার ছুরির কোপ! চেন্নাইয়ে ভয়ংকর কাণ্ড...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরপর সাতবার! একের পর এক ছুড়ির কোপ বসানো হল চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালের চিকিৎসককে। রাজ্যে যখন আর জি কর আবহে বারবার জুনিয়ার চিকিৎসকেরা দাবি তুলেছেন তাঁদের সুরক্ষা নিয়ে। সুপ্রিমকোর্ট উঠেছে সুরক্ষার দাবি। সেই সময় চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে ডাক্তার নিগ্রহের মতন ঘটনা। ফের প্রশ্ন উঠছে চিকিৎসকদের সুরক্ষা নিয়ে। বুধবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চেন্নাইয়ের কলাইনার সেন্টেনারি হাসপাতালে।

আরও পড়ুন: Two Vande Bharat Expresses: অন্ধকারে জোড়া বিপদ! দু'টি ভিন্ন রুটের 'বন্দে ভারতে' ঘটে যেতে পারত বড় ধরনের দুর্ঘটনা...     

পুলিস সূত্রে জানা যায়, ক্যানসার আক্রান্ত মাকে ভুল ওষুধ দিয়েছেন চিকিৎসক! সেই অভিযোগ ঘিরেই চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন ওই রোগিণীর পুত্র। তাঁর কপালে ও কানেও ছুরি চলে। সেই কারণে গুরুত্বরভাবে জখম হন সেই ডাক্তার। আপাতত আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে চিকিৎসককে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই চিকিৎসকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

আরও পড়ুন: Supreme Court On Bulldozer Action : বিজেপি সরকারের বুলডোজার অ্যাকশন 'বেআইনি, স্বেচ্ছাচার'! তীব্র 'সুপ্রিম' তিরস্কার...

ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের কলাইনার সেন্টেনারি হাসপাতালের ওপিডি বিভাগে। চিকিৎসকের উপর হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, ডা: বালাজী জগন্নাথ সেই সময় ক্যানসার ওয়ার্ডেই কাজ করছিলেন। অভিযুক্ত ভিগনেশ ডাক্তারের উপর আক্রমণ করে পালানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই হাসপাতালের গার্ডেরা তাঁকে ধরে ফেলে এবং তুলে দেওয়া হয় পুলিসের হাতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.