Hooghly: কম্পিউটার ক্লাসে 'নোংরামো'! হুগলিতে বর্বর শিক্ষকের লালসার শিকার নাবালিকা...

Molestation Case: কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রে নাবালিকা ছাত্রীকে খারাপ স্পর্শ, গ্রেফতার প্রশিক্ষক! নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিস।

Updated By: Nov 13, 2024, 04:54 PM IST
Hooghly: কম্পিউটার ক্লাসে 'নোংরামো'! হুগলিতে বর্বর শিক্ষকের লালসার শিকার নাবালিকা...
প্রতীকী ছবি

বিধান সরকার: কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রে নাবালিকা ছাত্রীকে খারাপ স্পর্শ, গ্রেফতার প্রশিক্ষক! নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিস। ধৃতকে আজ চন্দনগর মুহকুমা আদালতে পেশ করে পুলিস।

পুলিস সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বরের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে গত কাল বিকালে ওই নাবালিকা ছাত্রী ক্লাস করছিল। সেই সময় প্রশিক্ষক তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। গত কাল রাতে নাবালিকার পরিবার তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। প্রশিক্ষণ কেন্দ্রের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস। প্রশিক্ষক অঞ্জন কুমারকে গ্রেফতার করে পুলিস।

আরও পড়ুন:Mamata Banerjee: নিশানায় বিজেপি, 'অনীত থাপা এগিয়ে যাক', দার্জিলিংয়ে বার্তা মুখ্যমন্ত্রীর...

প্রসঙ্গত, চলতি বছরেই স্কুলে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষক! প্রতিবাদে স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। সঙ্গে হুঁশিয়ারি, 'অভিযুক্তকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে, ততক্ষণ বিক্ষোভ চলবে'। ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড়ে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিশ্বজিৎ বাড়ুই। বলাগড়ের মিলনগড় যতীন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি। অভিযোগ, স্কুলে যখন পরীক্ষার খাতা দেখানো হচ্ছিল, তখন সপ্তম শ্রেণীর এক ছাত্রী শ্লীলতাহানি করেন বিশ্বজিত্‍। বাড়ি ফিরে মা-কে ঘটনাটি জানায় ওই ছাত্রী।এর পরের দিন সকালে স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক। গেটের বাইরে আটকে রাখা হয় শিক্ষকদের।

অভিভাবকদের দাবি, মত্ত অবস্থায় স্কুলে আসেন বিশ্বজিত্‍। স্রেফ খারাপ ব্যবহারই নয়, এর আগেও নাকি নানা অছিলায় অসত্‍ উদ্দেশ্যে ছাত্রীদের শরীর স্পর্শ করার করেছেন তিনি। খবর পেয়ে স্কুলের পৌঁছয় বলাগড় থানার পুলিস। অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় বিক্ষোভকারীদের। পুলিস সুত্রে খবর, থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী পরিবার।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.