ঘড়িকে স্মার্ট ফোন বানাতে আসছে স্যামসঙ, আত্মপ্রকাশ সেপ্টেম্বরে
ঘড়িতে শুধু সময় দেখার দিন শেষে। এ বার আর আলাদা করে ফোনের সেট বইতে হবে না। হাতের ঘড়ি থেকেই করা যাবে ফোন, করা যাবে ইন্টারনেট, পাঠানো যাবে ইমেল, এসএমএস, শোনা যাবে গান, খেলা যাবে গেমস।
ঘড়িতে শুধু সময় দেখার দিন শেষে। এ বার আর আলাদা করে ফোনের সেট বইতে হবে না। হাতের ঘড়ি থেকেই করা যাবে ফোন, করা যাবে ইন্টারনেট, পাঠানো যাবে ইমেল, এসএমএস, শোনা যাবে গান, খেলা যাবে গেমস।
স্মার্ট ফোনে আন্দোলন আনার পর এ বার স্মার্ট ওয়াচ ফোনের বাজার ধরতে আসছে স্যামসঙ। আগামি মাসে বার্লিনে আত্মপ্রকাশ ঘটতে চলেছে স্যামসংয়ের এই স্মার্ট ওয়াচ ফোনের। এই স্মার্ট ওয়াচ সেটের নাম- স্যামসং গ্যালাক্সি গিয়ার।
১৯৯৯ সালে অবশ্য স্যামসঙ প্রথমবার স্মার্ট ওয়াচ এনেছিল। তবে সেভাবে বাজারে সফল হয়নি। এ বার তারাই আনছে স্মার্ট ওয়াচ ফোন। অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি এই স্মার্ট ওয়াচ ফোন বিশ্ব কাঁপাবে বলেই আশা সংস্থার। দাম কত হবে তা জানানো না হলেও মনে করা হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকার মত হতে পারে এর দাম।