আঙ্কারায় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভ হত্যাকাণ্ডে এবার নাম উঠে এল গুলেন নেটওয়ার্কের

আঙ্কারায় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভ হত্যাকাণ্ডে এবার নাম উঠে এল গুলেন নেটওয়ার্কের। মার্কিন মুলুকে বসবাসকারী ফেতুল্লাহ গুলেন নামে ওই ধর্মযাজকের ইশারাতেই হামলা বলে ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করেছেন খোদ আঙ্কারার মেয়র। এনিয়ে তাঁর টুইট, তুরস্ক থেকে বিতাড়িত গুলেনের সঙ্গে সম্ভবত যোগ রয়েছে হামলাকারী পুলিসকর্মীর। এবছর জুলাইয়ে প্রেসিডেন্ট তায়িপ এরডোগানকে গদিচ্যুত করতে দেশে অভ্যুত্থানের পিছনেও, গুলেনের নাম উঠে আসে। অভিযোগ ওঠে, মার্কিন যুক্তরাষ্ট্রে বসেই বিদ্রোহে কলকাঠি নাড়ছেন এই ধর্মযাজক। যদিও ইতিমধ্যে রুশ রাষ্ট্রদূত হত্যার কড়া সমালোচনা করেছেন গুলেন। এর পাশাপাশি, নিরাপত্তায় ফাঁকফোকরের অভিযোগে, তুরস্ক প্রশাসনকেও কাঠগড়ায় তুলেছেন তিনি।

Updated By: Dec 21, 2016, 09:25 AM IST
আঙ্কারায় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভ হত্যাকাণ্ডে এবার নাম উঠে এল গুলেন নেটওয়ার্কের

ওয়েব ডেস্ক: আঙ্কারায় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভ হত্যাকাণ্ডে এবার নাম উঠে এল গুলেন নেটওয়ার্কের। মার্কিন মুলুকে বসবাসকারী ফেতুল্লাহ গুলেন নামে ওই ধর্মযাজকের ইশারাতেই হামলা বলে ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করেছেন খোদ আঙ্কারার মেয়র। এনিয়ে তাঁর টুইট, তুরস্ক থেকে বিতাড়িত গুলেনের সঙ্গে সম্ভবত যোগ রয়েছে হামলাকারী পুলিসকর্মীর। এবছর জুলাইয়ে প্রেসিডেন্ট তায়িপ এরডোগানকে গদিচ্যুত করতে দেশে অভ্যুত্থানের পিছনেও, গুলেনের নাম উঠে আসে। অভিযোগ ওঠে, মার্কিন যুক্তরাষ্ট্রে বসেই বিদ্রোহে কলকাঠি নাড়ছেন এই ধর্মযাজক। যদিও ইতিমধ্যে রুশ রাষ্ট্রদূত হত্যার কড়া সমালোচনা করেছেন গুলেন। এর পাশাপাশি, নিরাপত্তায় ফাঁকফোকরের অভিযোগে, তুরস্ক প্রশাসনকেও কাঠগড়ায় তুলেছেন তিনি।

আরও পড়ুন বার্লিনে ক্রিসমাস মার্কেটে সন্ত্রাসবাদী হামলার দায় স্বীকার করল আইসিস

আরও পড়ুন মেক্সিকোয় বাজি-বাজারে ভয়াবহ বিস্ফোরণ, এখনও পর্যন্ত মৃত ২৯, আহত প্রায় ৭০

.