Russia-Ukraine War: কমলা হ্যারিস ও মার্ক জুকেরবার্গের উপর নিষেধাজ্ঞা চাপাল রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে মস্কোর বিরুদ্ধে দফায় দফায় নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র, কানাডা-সহ বিভিন্ন পশ্চিমি দেশ। আর এই পদক্ষেপের পাল্টা হিসেবেই কমলা হ্যারিস, মার্ক জুকেরবার্গ-সহ অন্যদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা চাপাল রাশিয়া।

Updated By: Apr 22, 2022, 07:48 PM IST
Russia-Ukraine War: কমলা হ্যারিস ও মার্ক জুকেরবার্গের উপর নিষেধাজ্ঞা চাপাল রাশিয়া

নিজস্ব প্রতিবেদন: মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ফেসবুকের প্রধান কর্মকর্তা (সিইও) মার্ক জুকেরবার্গের উপর ভ্রমণ-নিষেধাজ্ঞা দিল রাশিয়া। এ ছাড়া মস্কোর এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কিছু খ্যাতিমান ব্যক্তিও রয়েছেন।

রাশিয়া এর আগে 'উগ্রপন্থী প্রতিষ্ঠান' আখ্যা দিয়ে মার্ক জুকেরবার্গের ফেসবুক ও ইনস্টাগ্রামকে রাশিয়ায় নিষিদ্ধ ঘোষণা করেছিল।

ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে মস্কোর বিরুদ্ধে দফায় দফায় নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র, কানাডা-সহ বিভিন্ন পশ্চিমি দেশ। আর এই পদক্ষেপের পাল্টা হিসেবেই কমলা হ্যারিস, মার্ক জুকেরবার্গ-সহ অন্যদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা চাপাল রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মস্কোর নতুন ভ্রমণ-নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের মধ্যে ২৯ জন আমেরিকান, ৬১ জন কানাডার নাগরিক। এসব ব্যক্তির উপর অনির্দিষ্টকালের জন্য রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশ দুটির রুশবিরোধী নীতির জন্য দায়ী ব্যক্তিদের নিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: Lyrid Meteor Shower: আকাশ থেকে ঝরে পড়ছে ২৭০০ বছরের আলো! চাইলে আপনি দেখতেও পাবেন

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.