Russia-Ukraine War: পুতিন মনে করেন ইউক্রেন যুদ্ধে হারা তাঁর পক্ষে অসম্ভব; মন্তব্য সিআইএ প্রধানের
ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের মনোভাব সম্পর্ক বলতে গিয়ে সিআইএ প্রধান বলেন, প্রধান যুদ্ধক্ষেত্রগুলিতে পরাজয় ঘটা সত্ত্বেও নিজের বাহিনীর প্রতি পুতিনের বিশ্বাসে কোনও খামতি আসেনি।
নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, তাঁর পক্ষে ইউক্রেন যুদ্ধে পরাজিত হওয়াটা সম্ভবই নয়; তিনি এটা কোনও ভাবেই 'অ্যাফর্ড' করতে পারবেন না! তেমন হলে বরং যুদ্ধের তীব্রতার মাত্রা আগের চেয়ে বাড়াতে হবে। পুতিন সম্পর্কে এসব কথা বলেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা 'সিআইএ'র প্রধান বিল বার্নস বলেন, রুশ সেনারা কিয়েভ দখল করতে ব্যর্থ হয়েছে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের দনবাসের প্রধান যুদ্ধক্ষেত্রগুলিতে এখনও লড়াই চালাচ্ছে। তবে এত কিছু সত্ত্বেও তাঁর বাহিনী ইউক্রেন সেনাদের হারাতে পারবে-- পুতিনের এ বিশ্বাসে টোল পড়েনি।
ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের মনোভাব সম্পর্ক বলতে গিয়ে সিআইএ প্রধান বলেন, প্রধান যুদ্ধক্ষেত্রগুলিতে পরাজয় ঘটা সত্ত্বেও নিজের বাহিনীর প্রতি পুতিনের বিশ্বাসে কোনও খামতি আসেনি। আর এরই সূত্রে বার্নস জানাচ্ছেন, পুতিন এমন একটা ধারণা নিয়ে আছেন, যেখানে তিনি যে হারতে পারেন, সেটাই বিশ্বাস করেন না।
তবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে বার্নস কোনো মূল্যায়ন করেননি। যুদ্ধ কীভাবে শেষ হতে পারে, তা নিয়েও কোনো ভবিষ্যদ্বাণী করেননি।
আরও পড়ুন: Russia-Ukraine War: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হঠাৎই মার্কিন ফার্স্ট লেডি! কী ব্যাপার?