নয়া 'কালা' আইন রাশিয়াতে, ট্রান্সজেন্ডাররদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা জারি
রাশিয়াতে ফের আইনের ছোবলে আক্রান্ত ট্রান্সজেন্ডাররা। রুশ দেশের নয়া আইন অনুযায়ী আর গাড়ি চালাতে পারবেন না ট্রান্সজেন্ডার মানুষরা।
ওয়েব ডেস্ক: রাশিয়াতে ফের আইনের ছোবলে আক্রান্ত ট্রান্সজেন্ডাররা। রুশ দেশের নয়া আইন অনুযায়ী আর গাড়ি চালাতে পারবেন না ট্রান্সজেন্ডার মানুষরা।
এই আইন নিয়ে শুধু রাশিয়া নয়, সারা পৃথিবীতেই শুরু হয়েছে বিতর্ক। রাশিয়াতে এখনও পর্যন্ত স্বীকৃত নয় তৃতীয় লিঙ্গ বা তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার। এই আইন অনুযায়ী যে ব্যক্তির লিঙ্গের আইনি স্বীকৃতি নেই তারা আর গাড়ি চালানোর অধিকার হারালেন।
নয়া এই আইনের অধীনে পড়ছেন শিশুদের প্রতি যৌন আকর্ষণ বোধ করেন যারা, অন্যকে যৌনক্রীড়ায় লুপ্ত দেখে যারা যৌন তৃপ্তি পায়, এবং ক্লেপটোম্যানিয়াকরাও।
কোনও ব্যক্তির সেক্সুয়াল ওরিয়েনটেশনের উপর ভিত্তি করে রাশিয়ায় এর আগেও বহু বৈষম্যমূলক আচরণ করেছে রাশিয়ার সরকার।
এই আইনজারি করার পিছনে এক অদ্ভুত দাবি করেছে সে দেশের সরকার। গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুর সংখ্যা প্রতিরোধেই নাকি এই আইনের অবতারণা করা হয়েছে বলে তাদের দাবি। কিন্তু অ্যাক্সিডেন্টের সঙ্গে ট্র্যান্সজেন্ডারদের গাড়ি চালানোর কী সম্পর্ক তার কোনও বৈজ্ঞানিক ব্যাখা দিতে পারেনি সরকার।