নাইজেরিয়ায় ফের নৃশংস হত্যালীলা বোকো হারামের, মৃত ২,০০০, গৃহহীন অন্তত ২০ হাজার মানুষ
প্রেসিডেন্ট গুডলাক জোনাথন পূনর্নিবাচনের জন্য প্রচার শুরু করার সঙ্গে সঙ্গেই উত্তরপূর্ব নাইজেরিয়ায় ফের নৃশংস হত্যালীলা চালাল বোকো হারেম জঙ্গিরা। এএফপি সূত্রে খবর, স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার জানিয়েছে অন্তত ১৬টি শহর ও গ্রাম গুঁড়িয়ে দিয়েছে এই জঙ্গিরা।
ওয়েব ডেস্ক: প্রেসিডেন্ট গুডলাক জোনাথন পূনর্নিবাচনের জন্য প্রচার শুরু করার সঙ্গে সঙ্গেই উত্তরপূর্ব নাইজেরিয়ায় ফের নৃশংস হত্যালীলা চালাল বোকো হারেম জঙ্গিরা। এএফপি সূত্রে খবর, স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার জানিয়েছে অন্তত ১৬টি শহর ও গ্রাম গুঁড়িয়ে দিয়েছে এই জঙ্গিরা।
বুধবার উত্তর বোর্নোর প্রত্যন্ত অঞ্চলে জঙ্গি হামলায় মারা গেছেন বহু সাধারণ মানুষ। বোর্নোর বাগা শহর জঙ্গিরা দখল করার পর গৃহহীন অন্তত ২০ হাজার মানুষ।
আইরিশ টাইমস অনুযায়ী, গত দুদিনে বোকো হারেম জঙ্গিরা ২ হাজারের বেশি মানুষকে খুন করেছে। জ্বালিয়ে দিয়েছে ঘর-বাড়ি।
অবশ্য, বেশ কিছু সূত্র দাবি করেছে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ।
জঙ্গিরা পেট্রল বোম আর বিস্ফোরক ব্যবহার করেছে ধ্বংসলীলা চালাতে।
নিজার সীমান্তে লেক চাদের একটি দ্বীপে আটকে রয়েছেন অন্তত ৫৬০জন গ্রামবাসী। না খেতে পেয়ে, ঠাণ্ডায় ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন তাঁদের অনেকেই।