ভোটের স্বার্থে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে বাংলাদেশ, হাসিনাকে তোপ তসলিমার
ওয়েব ডেস্ক: মায়ানমারে অত্যাচারিত রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে চলে আসছেন। তাদের আশ্রয় দিচ্ছে বাংলাদেশ সরকার। এখনও পর্যন্ত প্রায় ৪ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বিশ্বের বহু দেশ বিষয়টিকে মানবিক ইস্যু বললেও তা মানতে নারাজ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
B'desh offerd land 2shelter Rohingya.What if thse ppl wre Hindus,Buddhists,Christians,Jews but not Muslims?Shelter not 4humanity but 4votes!
— taslima nasreen (@taslimanasreen) September 18, 2017
বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে টুইটারে হাসিনাকে নিশানা করেছেন তসলিমা। তাঁর বক্তব্য, ভোটের জন্য রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে হাসিনা সরকার। এর মধ্যে কোনও মানবিক কারণ নেই। ভেবে দেখুন এরা যদি হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতেন তা হলে কী হতো? ভোটের জন্যই এদের আশ্রয় দেওয়া হচ্ছে।
Hasina is silent when Hindus,Chakmas,Santals are tortured,houses burnt down,forced to leave country. But she visits Rohingya & shed a tear!
— taslima nasreen (@taslimanasreen) September 18, 2017
এখানেই থেমে থাকেননি লেখিকা। টুইটারে তিনি আরও লিখেছেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ও চকমাদের ওপরে যখন অত্যাচার হচ্ছিল তখন কেন নীরব ছিলেন হাসিনা? এদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। অত্যাচারে তারা ঘর ছাড়তে বাধ্য হয়। কিন্তু এখন রোহিঙ্গাদের কাছে গিয়ে চোখের জল ফেলছেন হাসিনা।