খবরের ফাস্টফুড: তুষারপাতে বেহাল ওয়াশিংটন, বিপর্যস্ত তুরস্কও, চোরা শিকারীদের বলি গণ্ডার
Updated By: Jan 22, 2016, 09:12 AM IST
তুষারপাতে বেহাল ওয়াশিংটন বিপর্যস্ত তুরস্কও
রাতভর তুষারপাত। পথঘাট পিচ্ছিল। বিভিন্ন হাইওয়েতে দীর্ঘ যানজট। সব মিলিয়ে বৃহস্পতিবার বরফে বেহাল ছিল ওয়াশিংটন ডিসি। আরও বড়সড় তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছে US ন্যাশনাল ওয়েদার সার্ভিস। ফলে চিন্তায় আম আদমি। লাগাতার তুষারপাতে বিপর্যস্ত তুরস্কও। বৃহস্পতিবারও রাজধানী আঙ্কারায় বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। বিভিন্ন সরকারি দফতরেও ছিল ছুটির মেজাজ। রানওয়েতে বরফ থাকায় বিমান ওঠানামায় সমস্যা হচ্ছিল। ফলে বিলম্বিত হচ্ছিল পরিষেবা।
চোরা শিকারীদের বলি গণ্ডার
দক্ষিণ আফ্রিকায় প্রতি বছর চোরা শিকারীদের বলি হয় এক হাজারেরও বেশি গণ্ডার। তবে গতবছর গণ্ডার মৃত্যু কিছুটা কমেছে। দাবি বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের। ২০১৪-তে চোরা শিকারের বলি হয়েছিল ১,২১৫ গণ্ডার। আর গতবছর মারা যায় ১,১৭৫টি গণ্ডার।