যুদ্ধশান্তি! ঘরে ফিরছেন নাগর্নো-কারবাখের সাধারণ মানুষ

আর্মেনিয়ায় যে ভাবে বিক্ষোভ শুরু হয়েছে, তাতে দীর্ঘদিন এ অঞ্চলে শান্তি বজায় রাখা যাবে বলে মনে হচ্ছে না।

Updated By: Nov 24, 2020, 07:29 PM IST
যুদ্ধশান্তি! ঘরে ফিরছেন নাগর্নো-কারবাখের সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার মধ্যস্থতায় রাশিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজানের শান্তিচুক্তির মধ্য দিয়ে শেষ হয়েছে নাগর্নো-কারবাখ নিয়ে দু'দেশের যুদ্ধ। এ বার পরিস্থিতির বদল হচ্ছে। যুদ্ধে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন বহু মানুষ। পালানোর সময় নিজেদের বাড়িতে নিজেরাই আগুন ধরিয়ে দিয়ে গিয়েছিলেন। যুদ্ধ শেষে ফের নাগর্নো-কারবাখে ফিরতে শুরু করেছেন তাঁরা। সূত্র মারফত জানা গিয়েছে, গত কয়েক দিনে প্রায় ২৫ হাজার মানুষ ফিরে এসেছেন।

নাগর্নো-কারবাখে আর্মেনিয়ার মদতে তৈরি বিচ্ছিন্নতাবাদী সরকারের প্রধান সংবাদমাধ্যমকে জানান, যুদ্ধের সময়ে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ। গ্রামের পর গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অসংখ্য মানুষ গত এক সপ্তাহে এলাকায় ফিরেছেন। আরও মানুষ ফিরবেন বলেও জানান তিনি। নতুন পরিস্থিতিতে সাধারণ মানুষকে কী ভাবে সাহায্য করা যায়, তা নিয়ে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন তিনি। 

যুদ্ধে সত্যিই কারও লাভ হল?

আর্মেনিয়ার দাবি, চুক্তিতে আজারবাইজানের লাভ হয়েছে।  কেননা, নাগর্নো-কারবাখের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা আজারবাইজান পেয়ে গেছে।

তবে বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, যুদ্ধশান্তির পরে আর্মেনিয়ায় যে ভাবে বিক্ষোভ শুরু হয়েছে, তাতে দীর্ঘদিন এ অঞ্চলে শান্তি বজায় রাখা যাবে বলে মনে হচ্ছে না।

আরও পড়ুন:  ১৬১ বছর আগে পৃথিবীর নিয়ম বদলে দিয়েছিল যে বই!

.