US Midterm Elections Updates: এ কী উলটপুরাণ! সেনেট বাইডেনের দখলে থাকলেও হাউজ ডোনাল্ড ট্রাম্পের...

US Midterm Elections Updates: মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেলেন বাইডেন! এখনও পর্যন্ত সেনেটে ডেমোক্র্যাট প্রার্থীরা জিতেছেন ৪৮টি আসন। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ঝুলিতে ৪৭।

Updated By: Nov 9, 2022, 06:28 PM IST
US Midterm Elections Updates: এ কী উলটপুরাণ! সেনেট বাইডেনের দখলে থাকলেও হাউজ ডোনাল্ড ট্রাম্পের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেসিডেন্ট নির্বাচনের দু’বছরের মাথায় আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেল ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি। অশনি সংকেত পেলেন জো বাইডেন। কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের দখল হারিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের দল। একাধিক প্রদেশের গভর্নর নির্বাচনেও তারা পরাজিত। সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টির সব ক’টিতেই ভোট হয়েছে। সঙ্গে হয়েছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ভোটদানের ক্ষমতাহীন ৬টি আসনের মধ্যে ৫টি এবং ৩৬টি প্রদেশ (স্টেট) ও ৩টি টেরিটরির গভর্নর নির্বাচনও। এখনও পর্যন্ত সেনেটে ডেমোক্র্যাট প্রার্থীরা জিতেছেন ৪৮টি আসনে। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে ঘাড়ের কাছ নিশ্বাস ফেলছেন। তাঁর দল রিপাবলিকান পার্টির ঝুলিতে রয়েছে ৪৭টি আসন।

আরও পড়ুন: G20 Sherpa Amitabh Kant: এই মুহূর্তে ভারতের অন্তত ১০ হাজার আম্বানি আর ২০ হাজার আদানি চাই...

হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাট প্রার্থীরা ১৭৩, রিপাবলিকানরা ১৯৮টি আসনে জিতেছেন। প্রবণতা বলছে, কংগ্রেসের নিম্নকক্ষ একরকম হাতছাড়াই হতে চলেছে ডেমোক্র্যাটিক পার্টির।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। পরাজিত রিপাবলিকানদের কাছে তাই মধ্যবর্তী নির্বাচনের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এ বার ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল হিংসা, আয়কর অনিয়ম-সহ বিভিন্ন অভিযোগের তদন্ত বাধাও পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। আমেরিকার মধ্যবর্তী নির্বাচন সাধারণত একটা নকশা মেনে চলে। যে দল ক্ষমতায় রয়েছে, কংগ্রেসে তাদের আসন কমে যায়। সেই হিসাবে সেনেটে গরিষ্ঠতা পেয়ে বাইডেনের দল অন্তত কিছুটা স্বস্তিতে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। এই পরিস্থিতিতে ২০২৪-এর ভোটে ডোনাল্ড ট্রাম্প ফের প্রার্থী হবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হতে পারে বলে তাঁদের মত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.