উত্তেজনা আবহে রাশিয়ায় ভারত-চিনের প্রতিমন্ত্রী, মুখোমুখি হবেন রাজনাথ-ফেংগে?
চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী আগামিকাল তাঁর ভারতীয় 'কাউন্টারপার্টের' সঙ্গে দেখা করতে পারেন ওয়েই। টুইটারে এমনটাই জানিয়েছে সে দেশের নামজাদা সংবাদমাধ্যম। তবে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
নিজস্ব প্রতিবেদন : একদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গি। সীমান্ত উত্তেজনার মাঝেই রাশিয়ার মাটিতে একই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুজনেই। কিন্তু, 'দেখা' হবে কি?
সোমবার রাজনাথ সিং তিন দিনের রাশিয়া সফরে রওনা দিয়েছেন। বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েতের বিজয়ের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে মস্কোয় বার্ষিক সামরিক কুচকাওয়াজে উপস্থিত থাকবেন। এদিকে সেই একই কুচকাওয়াজে অতিথি হিসাবে যোগ দেবেন চিনের প্রতিরক্ষা মন্ত্রীও।
ভারত-চিন দুই দেশেই এখন শিরোনামে সীমান্ত পরিস্থিতি। আর তারই মাঝে অন্য দেশে একই অনুষ্ঠানে হাজির দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী। ফলে, আগামিকাল যে বিশ্বের নজর রাজনাথ-ওয়েই-এর উপর থাকবে, তা বলাই বাহুল্য।
চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী আগামিকাল তাঁর ভারতীয় 'কাউন্টারপার্টের' সঙ্গে দেখা করতে পারেন ওয়েই। টুইটারে এমনটাই জানিয়েছে সে দেশের নামজাদা সংবাদমাধ্যম। তবে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
সূত্রের খবর, দুই প্রতিরক্ষা মন্ত্রী বুধবার রাশিয়া থাকলেও ভারতের তরফে কোনও দেখা করার কথা নেই। তাই, চিনা সংবাদমাধ্যমে কী কারণে এমন লেখা হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এদিকে, সীমান্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য দুই দেশের বাহিনী উপযুক্ত পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে চিনের বিদেশমন্ত্রক। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান জানান, দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে সীমান্ত পরিস্থিতি নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। নিজেদের বাহিনী ডিসএনগেজমেন্টের মাধ্যমে সীমান্তে উত্তেজনা কমানোর পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন : 'জগন্নাথ দেশি ঠাকুর, বিদেশি জিনিস গ্রহণ করেন না', পুজো দিয়ে বললেন দিলীপ