PM Narendra Modi: "জরুরি অবস্থা ভারতের গণতন্ত্রের উপর কালো দাগ", বিদেশে কংগ্রেসকে খোঁচা মোদীর!
জার্মানির মিউনিখে রবীন্দ্র সঙ্গীতের সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) স্বাগত জানালেন প্রবাসী ভারতীয়রা। জি৭ (G7) বৈঠকে যোগ দিতে জার্মানিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
নিজস্ব প্রতিবেদন: জার্মানির মিউনিখে প্রবাসী ভারতীয়দের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানে রবীন্দ্র সঙ্গীতের সুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান হয়। ২৬ জুন, 'জরুরি অবস্থা' জারির দিন, বিদেশের মাটিতে দাঁড়িয়ে নাম না করে এই নিয়ে কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী।
মিউনিখে প্রবাসী ভারতীয়দের সম্মেলনে দাঁড়িয়ে প্রথমেই জরুরি অবস্থার নিন্দা করেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি বলেন, "আজ ২৬ জুন। ৪৭ বছর আগে আজকের দিনেই ভারতের গণতন্ত্র, যা প্রতিটি ভারতীয়র ডিএনএ-তে রয়েছে, তা ধ্বংস করা হয়েছিল। জরুরি অবস্থা হল ভারতের উদ্দীপ্ত গণতন্ত্রের উপর একটি কালো দাগ।"
Today is June 26 which is also known for the day when India's democracy that's is in DNA of every Indian was trampled and suppressed 47 years ago. Emergency was a black spot on the vibrant history of India's democracy: PM Modi in Munich pic.twitter.com/eHdyTFrlm4
— ANI (@ANI) June 26, 2022
এরপর নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আরও বলেন, "আমার ভারতীয়রা আমাদের গণতন্ত্রের জন্য গর্বিত। এখন আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে ভারত হল গণতন্ত্রের মাতৃকা। আমাদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক, সঙ্গীত এবং ঐতিহ্য আমাদের গণতন্ত্রকে আরও উদ্দীপ্ত করে তোলে।"
We Indians are proud of our democracy. Today, we can proudly say that India is the mother of democracy... The diversity of culture, food, clothes, music and traditions makes our democracy vibrant. India has shown that democracy can deliver & has delivered: PM Modi in Munich pic.twitter.com/paVCUg8usT
— ANI (@ANI) June 26, 2022
প্রসঙ্গত, জি৭ (G7) বৈঠকে যোগ দিতে জার্মানিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এছাড়া জলবায়ু, শক্তি, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, লিঙ্গসাম্য ইত্যাদি নানা বিষয় নিয়ে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও আলোচনায় বসবেন মোদী। জার্মানি থেকে ভারতে ফেরার পথে মোদী আবু ধাবিতে নামবেন। সেখানে আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক আছে।
#BREAKING জার্মানির মিউনিখে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে মোদীর মঞ্চে রবীন্দ্রসঙ্গীত #zee24ghanta #NarendraModi #Munich #G7 pic.twitter.com/p4UAkaAxOq
— zee24ghanta (@Zee24Ghanta) June 26, 2022