সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর লাগাতার হামলার প্রতিবাদে ঢাকা শহরে মানব বন্ধন
এবার মৌলবাদের বিরুদ্ধে পথে নামল নাগরিক সমাজ। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর লাগাতার হামলা চলছে বাংলাদেশে। মূলত তারই প্রতিবাদে ঢাকা শহরে মানব বন্ধন করলেন বুদ্ধিজীবী ও ছাত্র ছাত্রীরা। মৌলবাদী হুমকির মুখে পড়েছে ঢাকার রামকৃষ্ণ মিশনও। জানা গিয়েছে, ISIS-এর নাম করে হুমকি চিঠি দিয়েছে মঠ কর্তৃপক্ষের কাছে। চিঠিতে অবিলম্বে বাংলাদেশ থেকে পাততাড়ি গুটোনোর নির্দেশ দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশনকে। আজ মিশনে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সেদেশে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। মোদী সরকারের তরফ থেকে ঢাকা রামকৃষ্ণ মিশনকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
ওয়েব ডেস্ক: এবার মৌলবাদের বিরুদ্ধে পথে নামল নাগরিক সমাজ। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর লাগাতার হামলা চলছে বাংলাদেশে। মূলত তারই প্রতিবাদে ঢাকা শহরে মানব বন্ধন করলেন বুদ্ধিজীবী ও ছাত্র ছাত্রীরা। মৌলবাদী হুমকির মুখে পড়েছে ঢাকার রামকৃষ্ণ মিশনও। জানা গিয়েছে, ISIS-এর নাম করে হুমকি চিঠি দিয়েছে মঠ কর্তৃপক্ষের কাছে। চিঠিতে অবিলম্বে বাংলাদেশ থেকে পাততাড়ি গুটোনোর নির্দেশ দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশনকে। আজ মিশনে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সেদেশে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। মোদী সরকারের তরফ থেকে ঢাকা রামকৃষ্ণ মিশনকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।