মৃত্যুরও বলার থাকে কিছু কিছু কথা -সহজে মরে না কারও বাক-স্বাধীনতা

আলোর পথযাত্রী অভিজিতের জন্যও বরাদ্দ হল নৃশংস আততায়ী। বাংলাদেশের হুমায়ুন আজাদ, ব্লগার রাজীব হায়দার বা ভারতের যুক্তিবাদী আন্দোলনের কর্মী নরেন্দ্র দাভোলকরের সঙ্গেই এক সারিতে গিয়ে দাঁড়ালেন অভিজিত্‍ রায়।

Updated By: Mar 2, 2015, 05:47 PM IST
মৃত্যুরও বলার থাকে কিছু কিছু কথা -সহজে মরে না কারও বাক-স্বাধীনতা

ওয়েব ডেস্ক:আলোর পথযাত্রী অভিজিতের জন্যও বরাদ্দ হল নৃশংস আততায়ী। বাংলাদেশের হুমায়ুন আজাদ, ব্লগার রাজীব হায়দার বা ভারতের যুক্তিবাদী আন্দোলনের কর্মী নরেন্দ্র দাভোলকরের সঙ্গেই এক সারিতে গিয়ে দাঁড়ালেন অভিজিত্‍ রায়।

লড়াইটা যুক্তি-তর্ক-মুক্তচিন্তাকে সামনে নিয়ে আসার। প্রাণ দিয়েই তার মূল্য দিতে হচ্ছে প্রতিবাদীকে।  উপমহাদেশ জুড়ে একই ছবি।
অভিজিতের মৃত্যু মনে করাচ্ছে এক মৃত্যু মিছিলকে।

 হুমায়ুন আজাদ। প্রথা ভাঙা এই লেখকের তীব্র কুঠার ঝলসে উঠেছিল মৌলবাদের বিরুদ্ধে।২০০৪সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকায় বইমেলার বাইরেই তাঁকে খুনের চেষ্টা  হয়।

হুমায়ুন আজাদ রক্ষা পেলেও মৌলবাদীদের নিশানা থেকে রক্ষা পাননি ব্লগার আহমেদ রাজীব হায়দার। শাহবাগ আন্দোলনে মৌলবাদ বিরোধী ব্লগ লিখে জনপ্রিয় হয়েছিলেন তরুণ আর্কিটেক্ট রাজীব। ২০১৩ ফেব্রুয়ারিতেই আততায়ীর ধারালো অস্ত্রের ঘায়ে লুটিয়ে পড়তে হয়েছিল তাঁকেও।

শুধু বাংলাদেশই নয় সাম্প্রতিক সময়ে মৌলবাদের বিরুদ্ধে মুখ খোলায় মরতে হয়েছে এদেশেও।
নরেন্দ্র দাভোলকর। ব্ল্যাক ম্যাজিক কুসংস্কারের বিরুদ্ধে ক্রুসেড চালাত তাঁর সাধনা পত্রিকা। দুহাজার তেরোর অগাস্টে আততায়ীয় বুলেট লড়াইয়ের ময়দান থেকে হঠিয়ে দিয়েছিল দাভোলকরকে।

অভিজিত খুনের কয়েকদিন আগেই মহারাষ্ট্রে হামলার শিকার হন গোভিন্দ পানসারে। বর্ষীয়ান বাম রাজনৈতিক কর্মী নাথুরাম গডসের প্রসিদ্ধি গাওয়া বিরোধিতা করে আগেই হুমকির মুখে পড়েছিলেন। শেষপর্যন্ত বুলেট বুকে নিয়েই প্রতিবাদের মাশুল চোকাতে হয়েছে পানসারেকে।

.