২১ মে রাশিয়ায় মোদী-পুতিন বৈঠক, আলোচনায় থাকছে একাধিক ইস্যু

গত মাসেই দু'দিনের চিন সফরে গিয়েছিলেন মোদী। সেখানে একাধিক ইস্যুতে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে।

Updated By: May 14, 2018, 08:46 PM IST
২১ মে রাশিয়ায় মোদী-পুতিন বৈঠক, আলোচনায় থাকছে একাধিক ইস্যু

নিজস্ব প্রতিবেদন : নেপাল সফরের পর ২১মে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী। সোমবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই সফরসূচির কথা জানানো হয়েছে। দুই রাষ্ট্রপ্রধান দেখা রাশিয়ার সোচি শহরে বৈঠকে বসবেন। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলেও, এই বৈঠক অত্যন্ত ঘরোয়া বলে দুই দেশের পক্ষ থেকেই জানানো হয়েছে।

গত মাসেই দু'দিনের চিন সফরে গিয়েছিলেন মোদী। সেখানে একাধিক ইস্যুতে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। দুই দেশের মধ্যে কিছুটা হলেও সেই বৈঠক দূরত্ব ঘুচিয়েছে বলে ধারণা কূটনৈতিক মহলের।

তাই এবার প্রধানমন্ত্রীর রাশিয়া সফরকেও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কূটনৈতিক মহল। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের সম্পর্ক আরও সূদৃঢ় করার লক্ষ্যেই এই আলোচনা হতে চলেছে।

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে উনি এখন মোদীর ভাষায় কথা বলছেন, শরিফকে তুলোধনা ইমরানের

.