পোলান্ডের মৃত বৃদ্ধা জেগে উঠলেন মর্গে
না কোনও বিজ্ঞাপণের ক্যাচ লাইন নয়। এ ঘটনা সত্যি... সত্যি... সত্যি...
ওয়েব ডেস্ক: না কোনও বিজ্ঞাপণের ক্যাচ লাইন নয়। এ ঘটনা সত্যি... সত্যি... সত্যি...
রোজকার মতো রুটিং রাউন্ড দিচ্ছিলেন মর্গের এক কর্মী। হঠাৎ খেয়াল হল, একটা শব্দ। মৃত ঘোষণা করে দেওয়া এক বৃদ্ধার ঘুম ভাঙল মর্গে। ৯১ বছরের বৃদ্ধা মৃত ঘোষণা করার ১১ ঘণ্টা পর বেঁচে ফিরলেন।
এই ঘটনা ঘটেছেন পোলান্ডের একটি মর্গে। ঘটনায় গলা শুকিয়ে যাওয়ার জোগাড় মর্গ কর্মীদের। মর্গেরই এক কর্মী প্রথম দেখেন বাক্সে ঢুকিয়ে দেওয়ার পরও জীবীত রয়েছেন বৃদ্ধা। যখন দেখলেন মর্গের মরা উঠে বসেছে, কী অবস্থা হয়েছিল তাঁর? তিনি বলেন, ""আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি খবর পাঠাই অন্যদের যে বৃদ্ধা জীবীত। আমি জানি না কী হয়েছিল ওনার, তখন যখন দেখেছিলাম তিনি একেবারে সুস্থ!!!''
বৃদ্ধার নাতনী জানিয়েছেন, বাড়ি ফিরে "বুড়ি' শুধু অভিযোগ করেছেন, ""কী ঠাণ্ডা!''
যে চিকিৎসক বৃদ্ধার ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন, তিনি বুঝতে পারছেন না কী থেকে কী হয়ে গেল। তিনি বলেন, ""আমি জানি না কী ভাবে এটা সম্ভব; আমি এখনও কিছু বুঝে উঠতে পারছি না।'' তিনি আরও বলেন,""উনি জীবিত কী না, তা নিয়ে যদি আমার একটুও সন্দেহ থাকত, আমি অ্যাম্বুলেন্স ডাকতাম। আমি যখন পরীক্ষা করি তখন কোনও পালস ছিল না। জীবনের কোনও চিহ্নই ছিল না।''