কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনা
কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনা। প্লেনটিতে ব্রাজিলের ক্যাপাকোয়েন্স ক্লাবের বেশ কয়েকজন ফুটবলার ছিলেন। ৮১ জন যাত্রীকে নিয়ে মেডেলিন বিমানবন্দর থেকে কলম্বিয়া রওনা হয় বিমানটি। গতকাল মাঝরাতে ভেঙে পড়ে বিমানটি। গত ৬ বছরে এই ক্যাপিকোয়েন্স ক্লাবের স্বপ্নের উড়ানে বিষ্মিত হয়েছিল ফুটবল বিশ্ব। কলম্বিয়ার বিমান দুর্ঘটনায় তাতে ছেদ পড়ল।
ওয়েব ডেস্ক: কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত ৭৬, এখনও জীবীত রয়েছেন পাঁচ জন বলে জানা গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় কার্যত শোকস্তব্ধ সমগ্র ক্রীড়া দুনিয়া। গোটা ঘটনার আকস্মিকতা যেন আরও আলাদা মাত্রা যোগ করেছে শোকের অবহে।
প্লেনটিতে ব্রাজিলের ক্যাপাকোয়েন্স ক্লাবের বেশ কয়েকজন ফুটবলার ছিলেন। ৮১ জন যাত্রীকে নিয়ে মেডেলিন বিমানবন্দর থেকে কলম্বিয়া রওনা হয় বিমানটি। গতকাল মাঝরাতে ভেঙে পড়ে বিমানটি। গত ৬ বছরে এই ক্যাপিকোয়েন্স ক্লাবের স্বপ্নের উড়ানে বিষ্মিত হয়েছিল ফুটবল বিশ্ব। কলম্বিয়ার বিমান দুর্ঘটনায় তাতে ছেদ পড়ল।
আরও পড়ুন- সিক্স থ্রি ফোর, উইদআউট নো লস (৬৩৪/০)
কোপা সুদামেরিকানা কাপে খেলতে যাচ্ছিলেন ফুটবলাররা। যাওয়ার পথেই ভেঙে পড়ে বিমানটি। এখনও পর্যন্ত ২৫টি দেহ উদ্ধার করা হয়েছে।