UFOs: প্রশান্ত মহাসাগরের আকাশে ইউএফও'র ছড়াছড়ি! এ কী আশ্চর্য জিনিস দেখলেন পাইলট!

UFOs: প্রাক্তন এফবিআই এজেন্ট। 'ইউএফও উইটনেস' নামের একটি 'শো'র হোস্ট তিনি। তিনি তাঁর শোয়ে একটি ফুটেজ চালিয়েছেন। যেখানে 'মিড-এয়ার ইউএফও'-র কথা বলেন ও ফুটেজে তা দেখানও।

Updated By: Oct 20, 2022, 08:14 PM IST
UFOs: প্রশান্ত মহাসাগরের আকাশে ইউএফও'র ছড়াছড়ি! এ কী আশ্চর্য জিনিস দেখলেন পাইলট!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট, বা 'ইউএফও' নিয়ে মাঝে মাঝেই নানা খবর হয়। নানা অজানা তথ্য বেরিয়ে আসে। এসব নিয়ে বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ মানুষও উল্লসিত হন। সম্প্রতি তেমনই এক খবর বেরিয়ে এসেছে। প্রশান্ত মহাসাগরের আকাশের উপরে এক পাইলট নাকি অসংখ্য 'ইউএফও' দেখতে পেয়েছেন! বেন হানসেন। প্রাক্তন এফবিআই এজেন্ট। 'ইউএফও উইটনেস' নামের একটি 'শো'র হোস্ট তিনি। তিনি তাঁর শোয়ে একটি ফুটেজ চালিয়েছেন। যেখানে 'মিড-এয়ার ইউএফও'-র কথা বলেন ও ফুটেজে তা দেখানও। একজন পাইলট প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময়ে এই দৃশ্যের সাক্ষী থেকেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Mysterious Pulse: প্রায় ২০০ কোটি বছরের পুরনো বিচ্ছুরণ এসে পৌঁছল পৃথিবীতে...

সাউথওয়েস্ট এয়ারলাইনস, হাওয়াইয়ান এয়ারলাইনস-এর বহু পাইলট এই দৃশ্য দেখেছেন বলে দাবি করেছেন। প্রাক্তন এক মিলিটারি পাইলট তাঁর যানের মাথার উপর অনেকগুলি এয়ারক্র্যাফ্ট উড়তে দেখেছেন। লস এঞ্জেলেসের সৈকতের ওপরে যখন একটি চার্টার জেট উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন মার্ক হালসে নামের ওই পাইলট তিনি তখন তাঁর জেটের রেডিয়ো কন্ট্রোলে এই ধরনের কিছু বস্তুর উপস্থিতির প্রমাণ পান। মাত্র ২৩ মিনিটে হালসে এরকম সাতটি ফ্লাইং অবজেক্ট চিহ্নিত করেন। তাঁর জেটের প্রায় ৫০০০ থেকে ১০০০০ ফুট উচ্চতার মধ্যে এদে্র উপস্থিতি ছিল বলে তিনি মনে করেছিলেন। হালসে বলেন, সেগুলি বৃত্তাকারে ঘুরছিল। তিনি আরও জানান, তাঁর বিপুল অভিজ্ঞতার মধ্যে এমন জিনিস কখনও দেখেননি!

'ইউএফও উইটনেস' নামের 'শো'র হোস্ট হানসেন পাইলট মার্ক হালসের অভিজ্ঞতার কথা ওই শোয়ে বলেন। তিনি বলেন, হালসে আকাশের ওই বিপুল গভীরে কিছু আশ্চর্য আলোর দেখাও পেয়েছিলেন! 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.