সুমুদ্র জয় করল শুকরছানা
সমুদ্রের উথালপাথাল ঢেউয়ের মাথায় চড়ে সারফিং করছে একটা শূকরছানা। এরকম একটা দৃশ্য দেখে কেউ অবাক না হয়ে পারে? চলুন দেখি হাওয়াইয়ের কামাপুয়ার কাণ্ডকারখানা।
সমুদ্রের উথালপাথাল ঢেউয়ের মাথায় চড়ে সারফিং করছে একটা শূকরছানা। এরকম একটা দৃশ্য দেখে কেউ অবাক না হয়ে পারে? চলুন দেখি হাওয়াইয়ের কামাপুয়ার কাণ্ডকারখানা।
ছোট্ট কামাপুয়ার কাণ্ড দেখে সবার চক্ষু চড়কগাছ। কামাপুয়া একটা কুচকুচে কালো রঙের শূকরছানা। আর তা হবে নাই বা কেন। কামাপুয়ার প্রিয় পাস টাইম হল হাওয়াইয়ের ওয়াহুর উদ্দাম সমুদ্রে সারফিং করা। মালিকের সঙ্গে সার্ফবোর্ডের ওপরে দাঁড়িয়ে ছোট্ট শূকরছানার সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পাঞ্জা কষা দেখতে রোজই ভিড় জমে ওয়াহুর সি-বিচে। আর কামাপুয়ার এহেন কীর্তিকলাপে বেশ গর্বিত তার মালিক কাই হোল্ট।
একদিন হঠাত্ করেই বাড়ির সুইমিংপুলে পা পিছলে পড়ে গিয়েছিল কামাপুয়া। কিন্তু একটুও না ঘাবড়ে সাঁতার কাটতে শুরু করে সে। তখন থেকেই তার জলকে ভালবাসা। তবে সুইমিংপুলের চেয়ে সমুদ্রই বেশি প্রিয় কামাপুয়ার। সারফিংয়ের সঙ্গেই বিচে বালি নিয়ে খেলতেও ভালবাসে ছোট্ট কামা।