ভূমিকম্পের জেরে কেঁপে উঠল পূর্ব পেরু
মঙ্গলবার ভূমিকম্পের জেরে কেঁপে উঠল পূর্ব পেরু। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৫। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত সঠিকভাবে কিছুই জানা যায়নি।
Updated By: Nov 25, 2015, 08:57 AM IST
ওয়েব ডেস্ক: মঙ্গলবার ভূমিকম্পের জেরে কেঁপে উঠল পূর্ব পেরু। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৫। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত সঠিকভাবে কিছুই জানা যায়নি।
পূর্ব পেরুর সঙ্গে দক্ষিণ পেরুর চিলিয়ান বর্ডারের কাছেও ভূমিকম্প অনুভূত হয়। দক্ষিণ পেরুতে রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৭.১। পেরুর জিওগ্রাফিক্যাল সার্ভে সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল পেরুভিয়ান শহরের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত পুয়ের্তো মালডোনাডো। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে তাদের বাড়ি কেঁপে উঠলেও কোনও ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত হয়নি। আরও জানা গেছে, মাটির প্রায় ৬০২ কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয়েছিল ভূমিকম্পের।