Pakistan: দেশবাসীকে চা কম পান করতে বলল পাক সরকার! কেন জানেন?

ইমরানের পরে শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠিত হয়। পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা তাঁর সরকারের অন্যতম বড় কাজ।

Updated By: Jun 15, 2022, 04:01 PM IST
Pakistan: দেশবাসীকে চা কম পান করতে বলল পাক সরকার! কেন জানেন?

নিজস্ব প্রতিবেদন: বেশি চা খাবেন না, দেশবাসীকে বলল পাক সরকার। কেন বলল? দেশটা নাকি গরিব হয়ে গিয়েছে, অর্থনৈতিক অবস্থা মোটেই ভাল নয়। এমতাবস্থায় চা পান কমালে দেশের উপকার হয়, কেননা দেশে চা আমদানি করতে ভাল পরিমাণ খরচ হয়।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে জনগণকে চা পান কমানোর যে আহ্বান জানানো হয়েছে, ইতিমধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। গত এপ্রিলে ক্ষমতা থেকে বিদায় নেন ইমরান খান। ইমরানের বিদায়ের পরে শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠিত হয়। পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা তাঁর সরকারের অন্যতম বড় কাজ।

অর্থনীতি সচল রাখার স্বার্থে পাকিস্তানের জনগণকে চা পানের পরিমাণ কমাতে বলেছে দেশটির সরকার। 
দেশটির প্রবীণ মন্ত্রী আহসান ইকবাল বলেন, 'দেশবাসীর প্রতি আবেদন জানাই, তাঁরা যেন চা পানের পরিমাণ এক-দু কাপ কমিয়ে দেন। কারণ, আমরা ঋণ করে চা আমদানি করি।'

বিশ্বের বৃহত্তম চা আমদানিকারক দেশ পাকিস্তান। গত বছর দেশটি ৬০ কোটি ডলারেরও বেশি মূল্যের চা আমদানি করেছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমেছে। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়ায় চাপে পড়েছে পাক সরকার। দেশটি মনে করে, জনগণ দিনে কয়েক কাপ চা কম পান করলে তাদের উচ্চ আমদানি খরচ কিছু কমবে।

বৈদেশিক মুদ্রার খরচ কমাতে সম্প্রতি ৩৮টি পণ্যের আমদানি নিষিদ্ধ করে পাকিস্তান। এই তালিকায় অপরিহার্য নয় এমন বিলাসবহুল পণ্যও রয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Global Wind Day 2022: উনপঞ্চাশ মরুৎ এবং একটি বায়বীয় দিন

.