সিডনির গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে সেলফি তুলে সমালোচিত পর্যটকরা

বিপদকে বাজি রেখে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অস্ট্রেলিয়ান সেনারা। জঙ্গির বন্দুকনলে মৃত্যুর প্রহর গুনছে পণবন্দীরা। প্রতি মুহূর্তে কী ঘটবে আশঙ্কায় সারা বিশ্ব। তারমাঝে দেখা গেল কিছু পর্যটক বিপদ পরিস্থিতি জায়গায় নিজেদের সেলফি তুলে উপভোগ করছেন। তাঁদের মধ্যে ভয়ের লেশমাত্র নেই। হাসিমুখে সেলফি তুলতে ব্যস্ত বেশ কয়েকজন পর্যটক।

Updated By: Dec 15, 2014, 04:03 PM IST
 সিডনির গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে সেলফি তুলে সমালোচিত পর্যটকরা
PIC: Twitter

ওয়েব ডেস্ক: বিপদকে বাজি রেখে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অস্ট্রেলিয়ান সেনারা। জঙ্গির বন্দুকনলে মৃত্যুর প্রহর গুনছে পণবন্দীরা। প্রতি মুহূর্তে কী ঘটবে আশঙ্কায় সারা বিশ্ব। তারমাঝে দেখা গেল কিছু পর্যটক বিপদ পরিস্থিতি জায়গায় নিজেদের সেলফি তুলে উপভোগ করছেন। তাঁদের মধ্যে ভয়ের লেশমাত্র নেই। হাসিমুখে সেলফি তুলতে ব্যস্ত বেশ কয়েকজন পর্যটক।

এদিকে, সিডনির জঙ্গি কবলিত কাফের বিল্ডিং থেকে আরও দু'জন পালিয়ে বাড়িয়ে বেড়িয়ে এলেন। এই নিয়ে বন্দিদের মধ্যে পালাতে সক্ষম হলেন ৫জন। তবে এই ৫ জনও পণবন্দী ছিলেন কিনা সে বিষয়ে পরিস্কার করে কিছু জানা যায়নি।

কাফেটি যে বিল্ডিংয়ে অবস্থিত যে বিল্ডিংয়ের অন্য এক প্রান্ত থেকে বের হয়ে আসেছেন এই ৬ জন। এখনও আটক অন্তত ৩০জন।

 

 

.