হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। আজ আদালতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। চিকিত্সার জন্য তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কি না তা নিয়েও ভাবনা চিন্তা চলছে। দেশদ্রোহিতার দায়ে অভিযুক্ত মুশারফের আজই ইসলামাবাদের বিশেষ আদালতে হাজির হওয়ার কথা ছিল। চক শাহজাদের বাড়ি থেকে আদালতে যাওয়ার পথে বৃহস্পতিবার হঠাত্ই অসুস্থ হয়ে পড়েন পারভেজ মুশারফ। বুকে ব্যথা হওয়ায় প্রাক্তন পাক প্রেসিডেন্টকে তখনই নিয়ে যাওয়া হয় রাওয়ালপিন্ডির আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ কার্ডিওলজিতে। রাওয়ালপিন্ডির ওই হাসপাতালের সিসিইউতে প্রাক্তন প্রেসিডেন্টের চিকিত্সা চলছে।

Updated By: Jan 2, 2014, 10:29 PM IST

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। আজ আদালতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। চিকিত্সার জন্য তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কি না তা নিয়েও ভাবনা চিন্তা চলছে। দেশদ্রোহিতার দায়ে অভিযুক্ত মুশারফের আজই ইসলামাবাদের বিশেষ আদালতে হাজির হওয়ার কথা ছিল। চক শাহজাদের বাড়ি থেকে আদালতে যাওয়ার পথে বৃহস্পতিবার হঠাত্ই অসুস্থ হয়ে পড়েন পারভেজ মুশারফ। বুকে ব্যথা হওয়ায় প্রাক্তন পাক প্রেসিডেন্টকে তখনই নিয়ে যাওয়া হয় রাওয়ালপিন্ডির আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ কার্ডিওলজিতে। রাওয়ালপিন্ডির ওই হাসপাতালের সিসিইউতে প্রাক্তন প্রেসিডেন্টের চিকিত্সা চলছে।

দেশদ্রোহিতার মামলা চলছে প্রাক্তন পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে। ২০০৭ সালের নভেম্বরে দেশে জরুরি অবস্থা জারি করেন জেনারেল পারভেজ মুশারফ। এই মামলায় শেষ পর্যন্ত দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যু দণ্ড হতে পারে মুশারফের। মুশারফ অবশ্য জানিয়ে দেন তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। তিনি আদালতে তা প্রমাণ করবেন।

২৪ ডিসেম্বর এই মামলার শুনানির দিন ছিল। তবে সেদিন মুশারফের আদালতে যাওয়ার রাস্তা থেকে উদ্ধার হয় পাঁচ কেজি বিস্ফোরক ও দুটি পিস্তল । ফলে নিরাপত্তার খাতিরে আদালতে হাজির হননি মুশারফ। পয়লা জানুয়ারি ফের মামলার দিন ধার্য হয়। কিন্তু নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তোলেন মুশারফের আইনজীবীরা। প্রাক্তন পাক প্রেসিডেন্টের আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে। নিরাপত্তার খাতিরে বুধবারও হাজিরা এড়িয়ে যান মুশারফ। বুধবার রাতেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে হূদরোগে আক্রান্ত হন তিনি। সরকারি কৌশুলির অভিযোগ, প্রাক্তন প্রেসিডেন্ট অসুস্থতার ভান করে আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছেন । আপাতত সোমবার পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে।

.