তাইওয়ানের চিড়িয়াখানায় নতুন অতিথি

তাইওয়ানের চিড়িয়াখানা পেল এক নতুন অতিথিকে। জায়ান্ট পান্ডা ইয়ুয়ান ইয়ুয়ান আজই জন্ম দিয়েছে একটি শাবকের। গত প্রায় তিন বছর ধরে চেষ্টা চলছিল কীভাবে মাতৃত্বের স্বাদ পেতে পারে ইয়ুয়ান ইয়ুয়ান। বহু উদ্যোগ নিলেও সাড়া দেয়নি ও। শেষপর্যন্ত কৃত্রিম প্রজননেরই সাহায্য নেন তাইওয়ান চিড়িয়াখানার বিজ্ঞানীরা। আপাতত নবজাতক পান্ডাশাবককে রাখা হচ্ছে ইনটেনসিভ কেয়ারে। একটু বড় হলে তারপর রাখা হবে নাম। পান্ডাশাবকের নাম কী হতে পারে, সেজন্য সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শও চেয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Updated By: Jul 7, 2013, 09:42 PM IST

তাইওয়ানের চিড়িয়াখানা পেল এক নতুন অতিথিকে। জায়ান্ট পান্ডা ইয়ুয়ান ইয়ুয়ান আজই জন্ম দিয়েছে একটি শাবকের। গত প্রায় তিন বছর ধরে চেষ্টা চলছিল কীভাবে মাতৃত্বের স্বাদ পেতে পারে ইয়ুয়ান ইয়ুয়ান। বহু উদ্যোগ নিলেও সাড়া দেয়নি ও। শেষপর্যন্ত কৃত্রিম প্রজননেরই সাহায্য নেন তাইওয়ান চিড়িয়াখানার বিজ্ঞানীরা। আপাতত নবজাতক পান্ডাশাবককে রাখা হচ্ছে ইনটেনসিভ কেয়ারে। একটু বড় হলে তারপর রাখা হবে নাম। পান্ডাশাবকের নাম কী হতে পারে, সেজন্য সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শও চেয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

.