Israel Palestine Conflict: গাজায় ইজরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেল! কবে থামবে মারণ এ যুদ্ধ?

Israeli Attack on Gaza: প্যালেস্টাইনের গাজায় ছ'মাসের বেশি সময় ধরে চলা ইজরায়েলের নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে! গতকাল, শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। কবে থামবে এই মৃত্যযজ্ঞ?

Updated By: Apr 20, 2024, 06:02 PM IST
Israel Palestine Conflict: গাজায় ইজরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেল! কবে থামবে মারণ এ যুদ্ধ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যালেস্টাইনের গাজায় ছ'মাসের বেশি সময় ধরে চলা ইজরায়েলের নির্বিচার হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে! গতকাল, শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ইজরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৪২ জন নিহত হয়েছেন বলে গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আর এই সময় পর্বে আহত হয়েছেন ৬৩ জন। এই নিয়ে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলি হামলায় গাজায় ৩৪ হাজার ১২ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন! এবং সব থেকে মর্মান্তিক হল, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় আহত মানুষের সর্বমোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৩৩ জনে।

আরও পড়ুন: Iran: সাবধান! জলপ্লাবিত শহরে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে কুমির...

ক'দিন আগেই প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের এক শরণার্থী শিবিরে ও আবাসিক ভবনে হামলা চালিয়েছিল ইজরায়েল। পৃথক এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৮ জন। এর মধ্যে মধ্য-গাজার মাগাজি শরণার্থী শিবিরে ১১ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। যাদের সকলেই শিশু। এছাড়া রাফাহ-তে বাড়িতে হামলায় নিহত হয়েছিলেন সাতজন। মাগাজি শরণার্থী শিবিরটি ঘনবসতিপূর্ণ এবং ইজরায়েল গাজায় আক্রমণ শুরু করার পরে ভূখণ্ডটির উত্তরে হাজার-হাজার পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পরে এই শিবির আরও ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে। গাজার রাফাহ শহরের একটি বাড়িতে ইজরায়েলি হামলায় আরও সাতজন নিহত হয়েছেন। দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরের কেন্দ্রস্থলে এক বাড়িতে ইজরায়েলি বিমান হামলায় চার শিশু-সহ সাতজন নিহত হন।

আরও পড়ুন: Max Azzarello: আদালতের ভেতরে ট্রাম্প, এদিকে বাইরে নিজের শরীরে আগুন দিলেন ইনি...

গত ৭ অক্টোবর প্যালেস্টাইনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইজরায়েলের নজিরবিহীন হামলা চালায়। হামাসের যোদ্ধাদের আক্রমণে ১২০০ জন নিহত হন। হামাস ২৫৩ জনকে ধরে গাজায় নিয়ে বন্দি করে রাখবে বলে দাবি ইজরায়েলের। ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইজরায়েল। তারা হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণাও করে এবং প্যালেস্টাইনকে নির্মূল করার কথা ঘোষণা করে। পরে সবদিক থেকে গাজা অবরোধ করে ভূখণ্ডটির বিদ্যুৎ ও জল সরবরাহও বন্ধ করে দেয়। তারপর থেকে গত ছমাসেরও বেশি সময় ধরে ইজরায়েলি বাহিনীর স্থল, আকাশ ও নৌ হামলায় প্যালেস্টাইনের গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘরবাড়ি হারিয়ে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সকলেই এখন উদ্বাস্তু হয়ে গিয়েছে! কঠোর অবরোধ ও অবিরাম হামলার মধ্যে থাকা গাজাবাসীরা অনাহারে ভুগতে-ভুগতে দুর্ভিক্ষের প্রান্তে চলে গিয়েছে। অপুষ্টি ও জল খেতে না-পেয়ে শিশু-সহ অনেকের মৃত্যু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.