Pakistan: 'ইরান অনৈতিক কাজ করেছে, এর ফল ভুগতে হবে ওদের' ফুঁসছে পাকিস্তান...
Pakistan: 'ইরান অনৈতিক কাজ করেছে, এর ফল ভুগতে হবে ওদের'-- নিজেদের ভূখণ্ডে ইরানের হামলার পরে রীতিমতো ফুঁসছে পাকিস্তান। পাকিস্তান বলেছে, ইরানের এই এয়ারস্ট্রাইকে দুজন শিশু মারা গিয়েছে, তিন শিশু আহত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ইরান অনৈতিক কাজ করেছে, এর ফল ভুগতে হবে ওদের'-- নিজেদের ভূখণ্ডে ইরানের হামলার পরে রীতিমতো ফুঁসছে পাকিস্তান। পাকিস্তান বলেছে, ইরানের এই এয়ারস্ট্রাইকে দুজন শিশু মারা গিয়েছে, তিন শিশু আহত।
আরও পড়ুন: Israel-Palestine War: যুদ্ধের ১০০ দিন পূর্ণ! গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল...
গতকাল, মঙ্গলবার পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এই নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছল। ঘটনার প্রেক্ষিতে আজ, বুধবার কঠোর পদক্ষেপ করেছে ইসলামাবাদ। ইরান থেকে পাক রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকেও আপাতত পাকিস্তানে না ফেরার নির্দেশ দিয়ে রেখেছে ইসলামাবাদ।
ইসলামাবাদের অভিযোগ, ইরান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। ইরানের এই পদক্ষেপ কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। এর পরিণতি খারাপ হতে পারে বলে ইরানকে সতর্কও করেছে পাকিস্তান।
ঘটনার পরে ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলন করেন পাক বিদেশ দফতরের মুখপাত্র। তিনিই জানান, ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বর্তমানে ইরানে আছেন। তাঁকে আপাতত না ফেরার নির্দেশই দেওয়া হয়েছে।
আরও পড়ুন: China: ক্রমাগত ভারতের কাছে হারছে চিন! এবার ফের কমল...
যদিও তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর শিবিরে হামলা চালিয়েছে তারা। এ পাকিস্তানের উপর কোনও হামলা নয়। ইরানের নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনার পিছনে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীটিরই হাত ছিল বলে দাবি তেহরানের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)