সেই রেল স্টেশনেই পুলিসের হাতে মার খেলেন 'বজরঙ্গি ভাইজান'-এর সাংবাদিক চাঁদ

'বজরঙ্গি ভাইজান' রাতারাতি তাঁকে বিখ্যাত বানিয়ে দিয়েছিল। সলমনের 'বজরঙ্গি ভাইজান'-এ নওয়াজউদ্দিন সিদ্দিকি যে চরিত্রে ভূমিকায় অভিনয় করেছিলেন সেটা বাস্তবে তিনি। পাকিস্তানের সেই বিখ্যাত সাংবাদিক চাঁদ নবাব করাচি রেল পুলিসের হাতে আক্রান্ত হলেন।

Updated By: Sep 22, 2015, 05:41 PM IST
সেই রেল স্টেশনেই পুলিসের হাতে মার খেলেন 'বজরঙ্গি ভাইজান'-এর সাংবাদিক চাঁদ

ওয়েব ডেস্ক: 'বজরঙ্গি ভাইজান' রাতারাতি তাঁকে বিখ্যাত বানিয়ে দিয়েছিল। সলমনের 'বজরঙ্গি ভাইজান'-এ নওয়াজউদ্দিন সিদ্দিকি যে চরিত্রে ভূমিকায় অভিনয় করেছিলেন সেটা বাস্তবে তিনি। পাকিস্তানের সেই বিখ্যাত সাংবাদিক চাঁদ নবাব করাচি রেল পুলিসের হাতে আক্রান্ত হলেন।

পাকিস্তানের 92 নিউজ চ্যানেলে কাজ করা চাঁদ মার খেলেন সেই রেল স্টেশনে। রেলের টিকিট নিয়ে কেলেঙ্কারির খবর সংগ্রহ করতে গিয়েছিলেন চাঁদ ও তাঁর চ্যানেলের কর্মীরা। সেখানেই করাচি রেল পুলিসের হাতে আক্রান্ত চাঁদ ও তাঁর সহকর্মীরা।

ইউটিউবে এক রেল স্টেশনের ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে ভিডিও-র মাধ্যমেই চাঁদকে চিনেছিল দুনিয়া। তারপর বজরঙ্গি ভাইজান চাঁদকে বিখ্যাত করে তোলে। বজরঙ্গি ভাইজান-এও চাঁদ নবাবের চরিত্রে অভিনয় করা নওয়াজ রেল স্টেশনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক হাসির দৃশ্যে অভিনয় করেন।

দেখুন চাঁদের সেই ভিডিও-

Tags:
.