সরকারের পথে না হাঁটায় মুম্বই হামলার প্রধান আইনজীবীকে হটিয়ে দিল পাকিস্তান

মুম্বই হামলায় অভি‌যুক্তদের বিচার প্রক্রিয়া জোর ধাক্কা খেল পাকিস্তানে। ওই মামলায় বিশেষ আইনজীবী চৌধুরি আজহারকে সরিয়ে দিলে পাক অভ্যন্তরীণ মন্ত্রক। ‌যুক্তি হল, আজহার ‘সরকারি লাইন’ মানছেন না।

Updated By: Apr 30, 2018, 11:18 AM IST
সরকারের পথে না হাঁটায় মুম্বই হামলার প্রধান আইনজীবীকে হটিয়ে দিল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন: ২০০৮ -র মুম্বই হামলায় অভি‌যুক্তদের বিচার প্রক্রিয়ায় জোর ধাক্কা খেল পাকিস্তানে। ওই মামলায় সরকার পক্ষের বিশিষ্ট আইনজীবী চৌধুরি আজহারকে সরিয়ে দিল পাক অভ্যন্তরীণ মন্ত্রক। ‌যুক্তি হল, আজহার ‘সরকারি লাইন’ মানছেন না।

আরও পড়ুন-'দেশের প্রত্যেকটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি': মোদী  

২০০৮ সালে মুম্বই হামলার পরের বছরে ওই মামলায় অংশগ্রহণ করেন চৌধুরি আজহার। পাক অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, একমাত্র মুম্বই হামলার মামলা থেকেই সরিয়ে নেওয়া হয়েছে আজহারকে। বেনজির ভুট্টো হত্যার মতো গুরুত্বপূর্ণ মামলায় তিনিই সরকারি আইনজীবী থাকবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- বিমান বিপর্যয় থেকে রক্ষা পেয়ে কৈলাস মানসরোবরে তীর্থযাত্রায় রাহুল  

কেন সরানো হল আজহারকে? ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির এক মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘আজহার ‌যে ভাবে মামলাটি এগিয়ে নিয়ে ‌যাচ্ছিলেন তাতে সরকারের নীতির সঙ্গে সংঘাত তৈরি হচ্ছিল' পাক সরকারের অভিযোগ, আজহার সরকারের গাইডলাইন মানছেন না।

.