Pakistan: কয়লার দাম বাড়ায় উত্পাদন তলানিতে, ঘরে ঘরে বিদ্যুত্ ছাঁটাই শুরু পাকিস্তানে
ইমরান খানের জমানাতেই দেশের করুণ আর্থিক অবস্থার হাড়পাঁজরা বেরিয়ে পড়েছিল
নিজস্ব প্রতিবেদন: সরকার বদল হতেই দেশের বিদ্যুত্ সংকট সামনে চলে এল। টাকার অভাবে বিদেশ থেকে কয়লা, প্রাকৃতিক গ্যাস কিনতে পারছে না পাকিস্তান সরকার। তার ফলে সাধারণ মানুষের ঘর থেকে শুরু করে কলকারখানায় বিদ্যুত্ সরবারহ বন্ধ রাখা শুরু করল সেদেশের সরকার।
ইউক্রেনে যুদ্ধের কারণে বিদেশ থেকে তরল প্রাকৃতিক গ্যাস আমদানিতে ঘাটতি হচ্ছে। তার প্রভাব এবার পড়তে শুরু করেছে পাকিস্তানে। গত ৯ মাসে বিদ্যুত খাতে পাকিস্তান সরকারের খরচ হয়েছে ১৫ বিলিয়ন ডলার। এর বাইরে অতিরিক্ত খরচ করার মতো অবস্থা বর্তমান শাহবাজ শরিফ সরকারের নেই। তার ফল ভোগ করতে শুরু করেছে সাধারণ মানুষ।
গত ১৩ এপ্রিলের এক পরিসংখ্য়ান অনুয়ায়ী ৩৫০০ মেগাওয়াট বিদ্যুতের ঘটতি রয়েছে। কারণ জ্বালানীর অভাবে উত্পাদন বন্ধ করে দিতে হয়েছে। এমনটাই জানিয়েছেন শাহবাজ শরিফ সরকারের অর্থমন্ত্রী মুফতি ইসমাইল। প্রযুক্তিগত সমস্যার কারণ আরও প্রায় ৩৫০০ মেগাওয়াট বিদ্যুত উত্পাদন বন্ধ রয়েছে।
ইমরান খানের জমানাতেই দেশের করুণ আর্থিক অবস্থার হাড়পাঁজরা বেরিয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে এখন বাঘের পিঠে সওয়ার শাহবাজ শরিফ। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে বেড়েছে কয়লা ও প্রাকৃতিক গ্যাসের দাম। তাতেই বেকায়দায় পড়েছে পাকিস্তান সরকার।
আরও পড়ুন-Army Chief: এমাসেই মেয়াদ শেষ নারাভানের, দেশের পরবর্তী সেনাপ্রধান মনোজ পান্ডে