১০০ তুর্কি শিক্ষককে পাকিস্তান ছাড়ার নির্দেশ
ওয়েব ডেস্ক: ৭২ ঘন্টার মধ্যে সপরিবারে দেশ ছাড়ুন, পাকিস্তানে শিক্ষতায় নিযুক্ত তুর্কি শিক্ষকদের নির্দেশ দিল পাকিস্তানের প্রশাসন। ২০ নভেম্বরের মধ্যেই তাঁদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে শরিফের সরকার। পাকিস্তানের এই সিদ্ধান্তে তুর্কি শিক্ষকদের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে, সমস্যায় পড়েছে পাকিস্তান এবং তুরস্কের যৌথ উদ্যোগে গড়ে ওঠা আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোও।
এখনও পর্যন্ত ১০৮ জন তুর্কি শিক্ষক পাকিস্তানে শিক্ষকতার পেশায় নিযুক্ত। তাঁরা সপরিবারে পাকিস্তানেই বসবাস করেন বহু দিন ধরে। হঠাৎ পাকিস্তান প্রশাসনের এই সিদ্ধান্তে দিশেহারা তুর্কি শিক্ষকদের পরিবার।
এই সিদ্ধান্তের পিছনে কি রয়েছে পাকিস্তানে চলা তুর্কিদের গুলেন আন্দোলন? পাকিস্তানের প্রশাসনের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে, 'তুর্কি প্রিন্সিপ্যালদের সঙ্গে অনেক পাকিস্তানি প্রিন্সিপ্যালদেরও সরানো হয়েছে। এই ঘটনার সঙ্গে গুলেন আন্দোলনের কোনও যোগই নেই"। প্রশাসনের তরফ থেকে জানানো হয় ১০৮ জন শিক্ষক এবং তাঁদের পরিবার মিলিয়ে মোট ৪৫০ জন তুরস্ক নাগরিকের ভিসার মেয়াদ শেষ, তাঁদের মেয়াদ বাড়ানো হবে না, তাই তাঁদের দেশ ছাড়ার অনুরোধ করা হচ্ছে। পাকিস্তানের এই সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়েছে পাকিস্তানের ২৮টি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান।