Mumbai Terror Attack: কাসভ পাকিস্তানেই নাগরিক, মুম্বই হামলার ১৪ বছর পর স্বীকার পাক মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: ভারতে কোনও জঙ্গি হামলা হলেই পাকিস্তানের কাজই হল সেখানে পাক যোগের কথা উড়িয়ে দেওয়া। মুম্বই হামলার ক্ষেত্রেও সেটাই করেছিল পাকিস্তান। তবে সেই হামলার ১৪ বছর পর ওই হামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আজমল কাসভকে দেশের নাগরিক বলে স্বীকার করে নিলেন পাক মন্ত্রী।

ইমরান খানের প্রধানমন্ত্রী পদে থাকার সম্ভাবনা এখন সুতোর উপরে দাঁড়িয়ে রয়েছে। তাঁকে সমর্থন করতে গিয়ে বক্তব্য রাখছিলেন দেশের আভ্যন্তরীন দফতরের মন্ত্রী শেখ রশিদ। সেখানেই রশিদ বলেন, মুম্বই হামলায় জড়িত আজমল কাসভ যে পাকিস্তানের নাগরিক সেই তথ্য ভারতকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কাসভ ছিল ফরিদকোটের বাসিন্দা। ভারতকে তার ঠিকানা গিয়েছিলে খোদ প্রধানমন্ত্রী। আমাকে মিথ্যে প্রমাণ করতে পারলে যে শাস্তি দেবেন তা মেনে নেব।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর বাণিজ্য নগরী মুম্বইয়ে ঢুকে তাণ্ডব চালায় একজল পাক জঙ্গি। মুম্বইয়ের তাজ হোটেল, লিওপোল্ড কাফে, সিএসটি-সহ একাধিক জায়গায় নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ১৬৬ জনের। পুলিসের পাল্টা গুলিতে মারা যায় এক জন বাদে সব জঙ্গি। একমাত্র জীবিত জঙ্গি হিসেবে ধরা পড়ে যায় আজমল কাসভ। লস্কর-ই-তৈবার ওই জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। ২০১২ সালে ২১ নভেম্বর পুনের ইয়েরওয়াড়া জেলে ফাঁসি হয় কাসভের।

আরও পড়ুন-Bangladeshi Blogger: বাংলাদেশে যুক্তিবাদী ব্লগার অনন্ত দাস খুনে ৪ জনের মৃত্যুদণ্ড

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
Pak minister admits Ajmal Kasab was its citizen
News Source: 
Home Title: 

কাসভ পাকিস্তানেই নাগরিক, মুম্বই হামলার ১৪ বছর পর স্বীকার পাক মন্ত্রীর

Mumbai Terror Attack: কাসভ পাকিস্তানেই নাগরিক, মুম্বই হামলার ১৪ বছর পর স্বীকার পাক মন্ত্রীর
Yes
Is Blog?: 
No