কুলভূষণ যাদবের ক্ষমাভিক্ষার আবেদন খারিজ পাক আদালতে
ওয়েব ডেস্ক : কুলভূষণ যাদবের ক্ষমাভিক্ষার আবেদন খারিজ করল পাক সেনা আদালত। চূড়ান্ত সিদ্ধান্ত এখন পাক সেনাপ্রধান কোমার জাভেদ বাজওয়ার হাতে। কুলভূষণ যাদবের বিরুদ্ধে সংগৃহীত 'তথ্যপ্রমাণ' খতিয়ে দেখবেন তিনি। পাক সেনার তরফে এমনটাই জানানো হয়েছে।
২২ জুন বাজওয়ার কাছে ক্ষমাভিক্ষার আবদেন দাখিল করা হয়। এপ্রিলে কুলভূষণের ফাঁসির নির্দেশ দেয় পাক সেনা আদালত। পাকিস্তানের তরফে অভিযোগ, বলোচিস্তানে সন্ত্রাস ছড়ানো ও গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত কুলভূষণ যাদব। যদিও, ভারতের তরফে বারংবার সেই দাবি খারিজ করে দেওয়া হয়। দাবি জানানো হয়, 'কনসুলার অ্যাকসেস'-এর।
কিন্তু পাকিস্তান সেই দাবি ১৬ বার খারিজ করার পর, আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। বিচারে চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ আরোপ করে আন্তর্জাতিক আদালত।
আরও পড়ুন,