মহিলার চোখে আটকে ২৭টি কনট্যাক্ট লেন্স!!!

Updated By: Jul 16, 2017, 04:42 PM IST
মহিলার চোখে আটকে ২৭টি কনট্যাক্ট লেন্স!!!

ওয়েব ডেস্ক : রোগীর চোখ পরীক্ষা করতে গিয়ে ডাক্তারবাবুর চক্ষু চড়কগাছ। চোখের উপর 'ঘন নীল' রঙের আস্তরণ পড়েছে যেন! প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চক্ষু বিশেষজ্ঞ দেখেন মহিলার চোখে আটকে ১৭টি কনট্যাক্ট লেন্স। আরও খুঁটিয়ে পরীক্ষার পর দেখা গেল, সংখ্যাটা ১৭ নয়, ২৭। ঘটনাটি ইংল্যান্ডের।

ভেবেছিলেন চোখে 'ছানি' পড়েছে। তাই অপারেশন করতে গিয়েছিলেন ৬৭ বছরের ব্রিটিশ মহিলা। তখনই পরীক্ষার পর দেখা যায় চোখের মধ্যে আটকে রয়েছে কনট্যাক্ট লেন্স। যার জন্যই মূলত দৃষ্টিশক্তি কমে গেছে ওই মহিলার। এরপরই চোখ থেকে গুনে গুনে ২৭টি আটকে থাকা কনট্যাক্ট লেন্স বের করেন ডাক্তার।

মহিলা জানান, গত ৩৫ বছর ধরে তিনি 'মান্থলি ডিসপোজাল' কনট্যাক্ট লেন্স ব্যবহার করছিলেন। কিন্তু, নিয়মিত চেকআপ করাননি। আর তাতেই এই বিপত্তি। এই কারণেই যাঁরা লেন্স ব্যবহার করেন, তাঁদের চোখ সম্বন্ধে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। কারণ চোখ অমূল্য...

আরও পড়ুন, ২১ অগাস্টের সূর্যগ্রহণের জেরে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুত্‍ ঘাটতি হতে চলেছে মার্কিনযুক্তরাষ্ট্রে!

.