পৃথিবীর একমাত্র ভাষা যা, বাঁ হাতে লেখা যায় না!
আপনি নিষ্চয়ই আপনার বাংলা ভাষাকে খুবই ভালোবাসেন। সেটাই তো উচিত। আমাদের মাতৃক্ভাষা বলে তো কথা। আপনি নিশ্চয়ই কিছু অন্যভাষাও কম বেশি বোঝেন বা জানেন। তাহলে ভাষা সংক্রান্ত আপনাকে একটা মজার তখ্য দিই। যেটা আপনার বেশ ভালো লাগবে। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলেন, সেই ভাষাটি হল, মান্দারিন ভাষা। কিন্তু জানেন কি যে, বাঁ হাতি লোকেরা এই ভাষা লিখতে পারে না! কারণ, মান্দারিন ভাষা শুধু ডান হাত দিয়েই লেখা যায়। বুঝুন কাণ্ড। আমি, আপনি যদি ওদেশে গিয়ে পড়ি, তাহলেই গেল!
ওয়েব ডেস্ক: আপনি নিষ্চয়ই আপনার বাংলা ভাষাকে খুবই ভালোবাসেন। সেটাই তো উচিত। আমাদের মাতৃক্ভাষা বলে তো কথা। আপনি নিশ্চয়ই কিছু অন্যভাষাও কম বেশি বোঝেন বা জানেন। তাহলে ভাষা সংক্রান্ত আপনাকে একটা মজার তখ্য দিই। যেটা আপনার বেশ ভালো লাগবে। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলেন, সেই ভাষাটি হল, মান্দারিন ভাষা। কিন্তু জানেন কি যে, বাঁ হাতি লোকেরা এই ভাষা লিখতে পারে না! কারণ, মান্দারিন ভাষা শুধু ডান হাত দিয়েই লেখা যায়। বুঝুন কাণ্ড। আমি, আপনি যদি ওদেশে গিয়ে পড়ি, তাহলেই গেল!
(এই তথ্যটি নেওয়া হয়েছে অসাধারণ জ্ঞান নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।)