"বিদায় ভারত", দেশে ফেরার পথে বললেন পাক হাইকমিশনার আব্দুল বাসিত

Updated By: Aug 3, 2017, 04:37 PM IST
"বিদায় ভারত", দেশে ফেরার পথে বললেন পাক হাইকমিশনার আব্দুল বাসিত

ওয়েব ডেস্ক: "বিদায় ভারত। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ", বিদায়ী টুইটে লিখলেন ভারতে নিযুক্ত সদ্য প্রাক্তন পাক হাই-কমিশনার আব্দুল বসিত। ২০১৪ সালে নয়াদিল্লির পাক হাইকমিশনের শীর্ষ দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি। চার বছরের মেয়াদ শেষ করে পাকিস্তানে ফিরে গেলেন বসিত এবং অগাস্টের মাঝামাঝি তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন সোহেল মহম্মদ, এমনটাই খবর।

ভারত বা পাকিস্তান দুই দেশের কূটনীতিকদের কাছেই নির্দিষ্টভাবে এই দুই দেশে রাষ্ট্রদূত হয়ে কাটানোটা বরাবরই বিশেষ চ্যালেঞ্জ। বসিতের ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। তাঁর আমলেও উরি, পাঠানকোট হামলার পাশাপাশি সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনা ঘটেছে। আর এই গোটা পরিস্থিতি যোগ্যভাবে সামলেছেন আব্দুল বসিত, এমনটাই দাবি নয়াদিল্লির পাকহাইকমিশনের মুখপাত্র খাওয়াজা মাজ। তাঁর দাবি, সংবাদ মাধ্যমের মারাত্মক উস্কানিমূলক প্রশ্নের সামনে সবসময়ই আদর্ষ কূটনীতিকের মতো আচরণ করেছেন তিনি। মুখে লেগে থেকেছে হাসি। এদিকে, দেশে ফিরে পাঁছানো সংবাদ দিয়ে টুইট করেছেন বাসিত নিজে।

.