এবার কী সত্যিই ধ্বংস হতে চলেছে পৃথিবী!

এবার বোধয় সত্যিই পৃথিবী ধ্বংস হওয়ার সময় এসে গেল। অন্তত এমনটাই মনে করছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। কারণ, পৃথিবীর দিকে ছুটে আসছে ১০০০ গ্রহাণু। তারাই নাকি যে কোনও দিন পৃথিবীর ওপর আছড়ে পড়তে পারে। আর তাতেই ধ্বংস হবেন আপনি, আমি, আমরা সকলেই।

Updated By: Oct 13, 2016, 04:13 PM IST
এবার কী সত্যিই ধ্বংস হতে চলেছে পৃথিবী!

ওয়েব ডেস্ক : এবার বোধয় সত্যিই পৃথিবী ধ্বংস হওয়ার সময় এসে গেল। অন্তত এমনটাই মনে করছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। কারণ, পৃথিবীর দিকে ছুটে আসছে ১০০০ গ্রহাণু। তারাই নাকি যে কোনও দিন পৃথিবীর ওপর আছড়ে পড়তে পারে। আর তাতেই ধ্বংস হবেন আপনি, আমি, আমরা সকলেই।

আরও পড়ুন- যখন ত্রাসের নাম হ্যারিকেন

জ্যোর্তিবিজ্ঞানীদের মতে গ্রহাণুগুলি ঘণ্টায় ৬০ হাজার মাইল গতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে। গত মঙ্গলবার গুটি কয়েক গ্রহাণুকে আকাশে দেখা গেছে পৃথিবীর দিকে। এরপরই আরও ভালো করে পরীক্ষা শুরু হয়। এরপরই দেখা যায় প্রায় ১০০০ গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসছে।

তবে, জ্যোর্তিবিজ্ঞানীরা নির্দিষ্ট ভাবে বলতে পারেননি যে কবে বা কীভাবে তা পৃথিবীর ওপর আছড়ে পড়তে পারে। 

 

.