ভাড়া দিতে না পারায় বৃদ্ধ দম্পতিকে বাড়ি থেকে বের করে দিল মালিক
বর্নমাউথের রাস্তাতেই এখন বাস ৮৪ বছরের বৃদ্ধ ও তাঁর ৭৫ বছরের জীবনসঙ্গিনীর। রাস্তার পাশেই সুপের দোকান থেকে খেয়ে পেট চলে তাঁদের। কিন্তু কিছুদিন আগেও তাঁরা থাকতেন একটি ভাড়া বাড়িতে। কয়েকমাস আগে ব্রিটেনের পেনসন স্কিমে কিছু পরিবর্তন হয়। তাই ভাড়া দিতে না পারায় তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দেন মালিক। তারপর থেকে ফুটপাথেই আস্তানা এই বৃ্দ্ধ দম্পতির।
বর্নমাউথের রাস্তাতেই এখন বাস ৮৪ বছরের বৃদ্ধ ও তাঁর ৭৫ বছরের জীবনসঙ্গিনীর। রাস্তার পাশেই সুপের দোকান থেকে খেয়ে পেট চলে তাঁদের। কিন্তু কিছুদিন আগেও তাঁরা থাকতেন একটি ভাড়া বাড়িতে। কয়েকমাস আগে ব্রিটেনের পেনসন স্কিমে কিছু পরিবর্তন হয়। তাই ভাড়া দিতে না পারায় তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দেন মালিক। তারপর থেকে ফুটপাথেই আস্তানা এই বৃ্দ্ধ দম্পতির।
এখন ব্যাঙ্ক থেকে পেনসন দেওয়া হয় ইলেকট্রনিক পদ্ধতিতে। কিন্তু বৃদ্ধ দম্পতি ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রে়ডিট কার্ড, ডেবিট কার্ডের ব্যবহার জানেন না। ব্যাঙ্ক থেকেও সহজে মেলে না টাকা। ফল, তাঁরা এখন ঘরছাড়া। তাঁদের অবস্থা দেখে এগিয়ে এসেছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। চার্চের ভল্যান্টিয়ার রবিন রিচমন্ড কাজ করেন। আশ্রয়হীন মানুষদের জন্য কাজ করছেন তিনি। বললেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। এমন একটা সময় যখন মানুষ ক্ষমতার অপব্যবহার করছে তখন এই অবস্থা মেনে নেওয়া যায় না। বয়স্ক মানুষদের সম্মান দেওয়া উচিত্।
অন্যদিকে বর্নমাউথ কাউন্সিল জানিয়েছে তাঁরা ওই দম্পতি জরুরিকালীন সুযোগ সুবিধা দিতে চাইলেও তাঁরা নিতে অস্বীকার করেছেন। বর্নমাউথ কাউন্সিলের স্ট্র্যাটেজিক হাউজিং ম্যানেজার কেলি অ্যানসেল বলেন, ওনাদের অবস্থা মাত্র কয়েকদিন আগে আমরা জানতে পারি। আমরা ওনাদের বলেছি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে।
তবে স্বেচ্ছাসেবীরা মনে করেন চাইলে অনেক কিছুই করা যেতে পারে ওনাদের জন্য।