Oil Price Drop: বিশ্ববাজারে রেকর্ড পতন তেলের দামে, ভারতে কি এখনও জ্বালাবে জ্বালানি?

বিশ্বে করোনাভীতি নতুন করে ছড়িয়েছে। এই পরিস্থিতিতে সব মিলিয়েই ব্যবসা-বাণিজ্যে বিশ্ব জুড়ে মন্দা আসছে।

Updated By: Jul 7, 2022, 12:15 PM IST
Oil Price Drop: বিশ্ববাজারে রেকর্ড পতন তেলের দামে, ভারতে কি এখনও জ্বালাবে জ্বালানি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ববাজারে রেকর্ড পতন তেলের দামে। বিশ্বে আবার করোনাভীতি নতুন করে জেগে উঠছে। এই পরিস্থিতিতে সব মিলিয়েই ব্যবসা-বাণিজ্যে বিশ্ব জুড়ে একটা মন্দার ইঙ্গিত মিলছে। আর তারই সংকেত সম্ভবত ধীরে ধীরে মিলতেও শুরু করেছে। তেলের দামে পতন দিয়ে যার শুরু।

১১ এপ্রিলের পরে তেলের দামে এরকম পতন আর হয়নি। কেন এরকম হল? না, কোনও অনুমান নয়। ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান সাকস বলেছে, ক্রমবর্ধমান মন্দার ভীতিপ্রদ অবস্থার জেরেই তেলের দামে এই পতন। 

জার্মানি সরকারও ঘনায়মান অর্থনৈতিক মন্দা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। ইউএস স্টক ইনডেক্স বুধবারই নিম্নমুখী বলে দেখা গিয়েছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির এই আবহে অর্থনীতির স্বাস্থ্য নিয়ে চিন্তিত এর লগ্নিকারীরা। ঊর্ধ্বমুখী মার্কিন ডলারের এই পরিস্থিতিতে তেলের দামের পতন নিয়ে বিশ্বব্যাপী সব মহলই চিন্তিত। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: গোপন প্রেমিকার গর্ভে যমজ, 'বর্ণময়' মাস্ক এখন ৯ সন্তানের পিতা!

.