আউটসোর্সিং-এর বিরোধিতায় ওবামা
ফের আউটসোর্সিং-এর বিরোধিতায় সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণে ওবামা জানান, দেশে কর্মসংস্থান বাড়াতে হলে অবিলম্বে আউটসোর্সিং বন্ধ করতে হবে।
ফের আউটসোর্সিং-এর বিরোধিতায় সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণে ওবামা জানান, দেশে কর্মসংস্থান বাড়াতে হলে অবিলম্বে আউটসোর্সিং বন্ধ করতে হবে। শুধু তাই নয়, যে সব সংস্থা নিজের দেশে কর্মসংস্থান তৈরি করবে, সেই সব সংস্থাগুলির জন্য বেশ কিছু ইনসেন্টিভও ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ওবামার বক্তব্য, যদি কোনও সংস্থার আউটসোর্সিং প্রয়োজন হয়, সেই সংস্থার কর ছাড় পাওয়া উচিত নয়। তিনি বলেন, `এবার থেকে প্রত্যেকটি বহুজাতিক সংস্থাকে ন্যূনতম কর দিতেই হবে। নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে ব্যবসা করা কোম্পানিকে সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করে এবার থেকে সেই সব সংস্থাকেই সরকার সুবিধা প্রদান করবে, যে নিজের দেশের মানুষকে চাকরি দেবে।`চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে মাথায় রেখে, বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থায় দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার দিকেও জোর দেন ওবামা। এদিন কর কাঠামোয় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন ওবামা। এই প্রস্তাবগুলির মধ্যে অন্যতম, ধনী আমেরিকানদের কর বৃদ্ধি। তবে আউটসোর্সিং-এর বিরুদ্ধে ওবামার এদিনের ভাষণ বেশ প্রভাব ফেলবে ভারতে। বিশেষজ্ঞমহলের মতে, বহুমার্কিন সংস্থার `ব্যাক অফিস` ভারত। তাই ওবামা সরকার আউটসোর্সিং বন্ধ করে দিলে ভারতের কর্মসংস্থানও ক্ষতিগ্রস্থ হবে।